কোপার ফাইনালের মতোই খেলেছি আজ, বললেন আর্জেন্টিনা কোচ
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোর মাধ্যমে ২৮ বছরের শিরোপা খরার সমাপ্তি। এর প্রায় দুই মাস পর আবারও মাঠে আর্জেন্টিনা। কোপায় যেখানে শেষ করেছিল, তার পর আজ ভেনেজুয়েলার বিপক্ষে যেন সেখান থেকেই শুরু করল আলবিসেলেস্তেরা। কোচ লিওনেল স্ক্যালোনিরও মনে হয়েছে তেমন কিছুই। দলের জয়ে সন্তুষ্টি প্রকাশ করেই এমন মন্তব্য করেছেন আর্জেন্টাইন এই কোচ।
শুরুর অর্ধে গোল এসেছে, যেমনটা এসেছিল কোপার ফাইনালেও। এর মাধ্যমে নিজেদের ম্যাচের প্রথম ৪৫ মিনিটে গোল করার রীতিটাকে টানা ১৪ ম্যাচে উন্নীত করল দলটি। তবে গোলের আগে পরেও কাজটা সহজ ছিল না কোপা চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ যে স্পেস দিচ্ছিল না আর্জেন্টিনাকে।
বিজ্ঞাপন
তবে কোচ স্ক্যালোনির মনে হয়েছে সেটা তার দল সামলেছে ভালোভাবেই। বলেছেন, ‘মাঝমাঠে ভালো দখল ছিল আমাদের, দুই উইং দিয়েই আক্রমণে উঠেছি। আমি মনে করি, আগের থেকে এক্ষেত্রে কিছুটা উন্নতিই করেছে দল। দুই পাশ দিয়েই আক্রমণে উঠতে হয়েছে আমাদের, যদিও আমাদের প্রথাগত উইঙ্গার নেই দলে। হোয়াকিন আর আনহেলকে নিয়ে আমরা বেশ ভালো করেছি।’
তিনি আরও যোগ করলেন, ‘এমন সময় আসে যখন প্রতিপক্ষ আপনাকে ছাড় দেবে না খুব একটা, খেলার জায়গা দেবে না। যদি তখন তাড়াহুড়ো করতে চান আপনি, সেটা ভালো উপায় নয় মোটেও। এমন সময় ধৈর্য ধরে খেলোয়াড়দেরকে সুযোগ সৃষ্টি করতে হয়।’
তেমন কিছু তো কোপা আমেরিকার ফাইনালেও হয়েছে! ব্রাজিল রক্ষণ নিখুঁত রেখে আর্জেন্টিনার আক্রমণ সামলেছে। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়াদেরকে তাই আক্রমণে উঠতে হয়েছে উইং ধরে। সেজন্যেই কোচ স্ক্যালোনি বললেন, ‘কোপা আমেরিকার ফাইনালে যেমন খেলেছি, আমার মনে হয়েছে আজও আমরা তেমনই খেলেছি।’
শেষ এক দেড় দশকে দক্ষিণ আমেরিকান ফুটবল মানেই যেন বেশ শারীরিক শক্তিনির্ভর ফুটবলের প্রদর্শনী। সেটাতে মানিয়ে নিতে পারায় কোচ স্ক্যালোনি স্বস্তিই প্রকাশ করেছেন। বলেছেন, ‘বাছাইপর্বে কিছুই সহজ নয়। সবকিছুই গোলমেলে, জটিল। এটাই দক্ষিণ আমেরিকান ফুটবলের ধরন। তবে দল এর সঙ্গে মানিয়ে নিয়েছে, আর এটাই সবচেয়ে বড় বিষয়।’
এর পরের ম্যাচেই ব্রাজিলের সামনে পড়ছে দল। নিষেধাজ্ঞার কারণে শুক্রবারের ম্যাচে ক্রিশ্চিয়ান রোমেরো আর লিয়ান্দ্রো পারেদেসদের পায়নি আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাদের দলে টানতে পারবেন কোচ। তবে সুপার ক্লাসিকোয় কি সে সুযোগটা কাজে লাগাবে আর্জেন্টিনা?
এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, ‘সুপার ক্লাসিকোয় কোনো পরিবর্তন আসবে কিনা, এ নিয়ে ভাবতে হবে, ব্যাখ্যা করতে হবে। ব্রাজিলের বিপক্ষে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন থাকবে। ভালো ব্যাপারটা হচ্ছে, আমাদের সবাই দলে আছে, আর যারা সবচেয়ে ভালো তারাই দলে সুযোগ পাবে।’
কোপা জয়ের পর দলের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণে, মনে করছেন আর্জেন্টিনা কোচ। তার মতে, এবার চ্যাম্পিয়নের মর্যাদাটা ধরে রাখার লড়াই তার দলের। তিনি বললেন, ‘কোপা জেতার পর সবকিছু নতুন করে শুরু করতে হয়। এটা শুধু চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ই নয়, এর চেয়েও বেশি কিছু। জাতীয় দলে আপনি সবসময় জয়ের জন্যেই মাঠে নামেন। বুকে চ্যাম্পিয়নের ব্যাজ পরে নামাটা বেশ গুরুত্ববহ, তবে এই খ্যাতি পেয়েই বিশ্রামের সুযোগ নেই আপনার।’
নিজেদের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা আতিথ্য নেবে ব্রাজিলের। আগামী ৬ সেপ্টেম্বর ব্রাজিলের মাটিতে বাংলাদেশ সময় রাত ১টায় সেলেসাওদের বিপক্ষে খেলতে নামবেন মেসিরা।
এনইউ