কোপা আমেরিকার ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন শুরুর প্রত্যয়ে মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই এখন নেইমারদের। ছয় ম্যাচের ছয়টিতেই জিতে দলটি আছে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে।

সে ধারা ধরে রাখতেই আজ চিলির সান্তিয়াগোতে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামছে দলটি। কোচ তিতে এই ম্যাচে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় খেলোয়াড়কে পাচ্ছেন না করোনাকালে ইউরোপীয় ক্লাবগুলো খেলোয়াড় দিতে অসম্মতি জানানোয়। গোলরক্ষক অ্যালিসন বেকার, মিডফিল্ডার ফ্যাবিনিও, ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসসহ নেই কমপক্ষে ১২ জন খেলোয়াড়। 

তাদের অনুপস্থিতিতে সুযোগ মিলছে স্থানীয় লিগের খেলোয়াড়দের। কোপা আমেরিকার ফাইনাল থেকে এ ম্যাচে পরিবর্তন এসেছে ছয়টি। সেই ম্যাচ থেকে নেইমার, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, মারকিনিয়োস আর দানিলোই কেবল আছেন এই দলে। ছয় পরিবর্তনের দুটো এসেছে আক্রমণে, গ্যাবিগোল, আর ভিনিসিয়াস জুনিয়র ঢুকেছেন দলে। মাঝমাঠে কেবল ফ্রেডের জায়গায় এসেছেন ব্রুনো গিমারেস। রক্ষণে সান্দ্রো আর মিলিতাও আছেন, গোলবার সামলাচ্ছেন ওয়েভারটন। 

ব্রাজিল একাদশ
নেইমার, গাবিগোল, ভিনিসিয়াস;
ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, পাকেতা;
সান্দ্রো, মারকিনিয়োস, মিলিতাও, দানিলো;
ওয়েভারটন

এনইউ