রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। কোপা আমেরিকা জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ছয়টায় কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ব্রাজিল মাঠে নামবে চিলির বিপক্ষে, বাংলাদেশ সময় সকাল সাতটায়। 

ম্যাচ দুইটি নিয়ে বাংলাদেশের দর্শকদেরও আগ্রহ অনেক। তবে টিভিতে বাংলাদেশ থেকে দেখা যাবে না ব্রাজিল ও আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ। তবে আগ্রহী দর্শকরা দেখতে পারেন অনলাইনের মাধ্যমে। 

এই ম্যাচটি অনলাইনে দেখা যাবে সনি লিভ অ্যাপে ও তাদের সাইটে। এছাড়াও ইয়াল্লা শ্যুটেওদেখা যাবে ম্যাচগুলো। 

কোপা আমেরিকা জেতার পর প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। এই কয়েকদিনে বদলে গেছে অনেক কিছুই। ক্লাব বদলেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। কয়েক দিন আগে হয়েছে অভিষেকও। যদিও পুরো সময় খেলেননি তিনি। তবে আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশেই দেখা যেতে পারে মেসিকে। 

৬ ম্যাচের সবগুলোতে জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ব্রাজিল। তার পরের অবস্থানটিই আর্জেন্টিনার। ছয় ম্যাচের তিনটিতে জয় ও সমান সংখ্যক ম্যাচ ড্র করে তাদের পয়েন্ট ১২। 

এমএইচ