তুমি যেটা বলবে সেটাই করব, স্ক্যালোনিকে বলেছিলেন মারিয়া
আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ দূর করেছে কোপা আমেরিকার শিরোপা জয়ে। নিজেদের ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের হয়ে শিরোপা জয়ের মুগ্ধতার রেশ যেন কিছুতেই কাটছে না লিওনেল মেসি, আনহেল ডি মারিয়াদের। নতুন মৌসুম শুরু হলেও কোপার সুখস্মৃতি এখনো আনন্দ দিচ্ছে আর্জেন্টাইন খেলোয়াড়দের মনে। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে দেশবাসীকে আনন্দের উপলক্ষ এনে দেওয়া ডি মারিয়া সম্প্রতি আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।
স্ক্যালোনির সাথে কাটানো আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ করে মারিয়া বলেন, ‘সবকিছু ভালোই চলছিল। যখন আমি দলে ডাক পেলাম না, আমার খুবই খারাপ লেগেছিল কারণ আমি আমার ক্লাবের হয়ে ভালো খেলছিলাম। আমার মনে হয়েছিল দলে থাকাটা আমার প্রাপ্য। বাদ পড়ার পর সে (কোচ) আমাকে ফোন করেছিল এবং আমরা দুজনেই কাঁদতে শুরু করেছিলাম।’
বিজ্ঞাপন
দলকে এতটাই ভালোবাসেন এই পিএসজি উইঙ্গার যে মাঠে না নামালেও দলের সঙ্গে রাখার আকুতি জানিয়েছিলেন কোচ স্ক্যালোনিকে। মারিয়া বলেন, ‘আমি তাকে জানিয়েছিলাম বেঞ্চে থাকতে কোন আপত্তি নেই আমার। অন্যদেরকে দিয়ে চেষ্টা করতে চাইলে কর তবে আমি সেখানে থাকতে চাই।’
আর্জেন্টিনা দলই যে তার কাছে সবকিছু তা স্ক্যালোনি জানতেন উল্লেখ করে কোপার ফাইনালের এই গোলদাতা বলেন, ‘ফাইনালের দিন দুপুরে সে আমার সাথে কথা বলতে চাইলো। সে নিশ্চিত ছিল না আমি শুরু করব কি না। আমি কেমন বোধ করছি জানতে চেয়েছিল সে।’
কোচের সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রেখেছেন বলে জানিয়ে মারিয়া বলেছেন, ‘তুমি কোচ। তুমি যদি শুরু করতে বল আমি তাই করব, যদি পরে নামাতে চাও আমি নামব এবং যদি আগে খেলিয়ে উঠিয়ে নিতে চাও সেটাই হবে। তুমি ঠিক কর তুমি কি চাও।’
খেলোয়াড় এবং ভক্তদের আস্থার প্রতিদান অবশ্য বেশ ভালোভাবেই দিয়েছেন স্ক্যালোনি। তার মন্ত্রেই যে ২৮ বছরের আক্ষেপ ঘুচালেন ডি মারিয়ারা।
এআইএ/এমএইচ