কোপা জয়ের পরও আগের মতোই আছেন আর্জেন্টিনার কোচ
হোর্হে সাম্পাওলির বিদায়ের পর হুট করেই পেয়েছিলেন দায়িত্বটা। তাও ছিলেন সাময়িক সময়ের জন্য। লিওনেল স্ক্যালোনিকে এরপর সহ্য করতে হয়েছে নানা সমালোচনা। তাকে নিয়ে ছিল অনেক প্রশ্নও। ২৮ বছর পর আর্জেন্টিনা কোপা আমেরিকা শেষ অবধি জিতেছে তার অধীনেই।
এরপর তাকে নিয়ে থাকা সব সমালোচনাই যেন উড়ে গিয়েছে মুহূর্তে। অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন স্ক্যালোনিকে। তবে তিনি বলছেন, কোপা আমেরিকা জেতা বা হারা, কিছুই বদলায়নি তার জীবনে। সবসময়ই মানুষের ভালোবাসা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
কোপা জয়ের পর ৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো মাঠে নামবে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন স্ক্যালোনি। সেখানেই বলেছেন কোপা জয়ের আগে ও পরে তার ভাবমূর্তি নিয়ে।
তিনি বলেন, ‘আমার ভাবমূর্তির কথা বললে, আমি সবসময়ই মানুষের স্নেহ অনুভব করেছি। কোপা জেতা কিংবা না জেতা আমার কিছুই বদলায়নি। আমি ২০১৯ কোপা আমেরিকার সময়ও বলেছি, কখনো হেরে গিয়ে আপনি ইতিবাচক দিক নিতে পারেন এবং পরে জিততে পারেন। আমার মনে হয় আমার ভাবমূর্তি আগের মতোই আছে।’
কোপা জয়ের কথা ভুলে নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আর্জেন্টিনা কোচ, ‘আমি এই কয়েকদিনে ছেলেদের যেটা বলেছি- এটা পরিষ্কার যে আমরা নতুন একটা চ্যালেঞ্জ শুরু করছি। সবাই চাইবে চ্যাম্পিয়নদের হারাতে, এটা বাড়তি লড়াই, কিন্তু চলতেই থাকবে। আমাদের পয়েন্ট বাড়াতে হবে এবং ভালো একটা বাছাই পর্ব কাটাতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোপা আমেরিকা জেতায় দলে স্বস্তি আছে। দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আছে এবং কোচের কথাটা নেওয়ার তাড়া আছে। কঠিন ব্যাপারগুলো সবসময়ই এক- প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ দেওয়া। বাছাই পর্ব সবসময় কঠিন, আর এটা বদলাবে না। যদি আমরা মনে করি সবকিছু হয়ে গেছে, এটা ভুল হবে।’
এমএইচ