জামালদের সঙ্গে প্রথম দিন কেমন কাটল দুই প্রবাসীর?
জুনে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলে দ্বিতীয় প্রবাসী হিসেবে অভিষেক হয়েছিল তারিক কাজীর। আজ (সোমবার) কিরগিজস্তানের বিশকেকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ ও ফ্রান্সের প্রবাসী তাহমিদ ইসলাম। ভোররাতে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেন তারা।
ভোররাতে ক্যাম্পে যোগ দিয়ে কিছুটা ক্লান্তি নিয়ে সকালে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করেন। জাতীয় দলের সাথে অনুশীলনের সুযোগ পেয়ে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ বলেন, ‘ভালো লাগছে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে পেরে। একাদশে জায়গা করে নিতে চাই’। কানাডা প্রবাসী রাহবার বাংলা-ইংরেজি মিলিয়ে কথা বললেও প্যারিস প্রবাসী তাহমিদ অনেকটা স্বাভাবিক বাংলায় বলেন, ‘আমি জাতীয় দলে ডাক পেয়েছি। এখন মূল একাদশে খেলার জন্য চেষ্টা করব।’
বিজ্ঞাপন
প্রথম দিন তাদের অনুশীলন দেখে কোচ জেমি ডে'র প্রতিক্রিয়া, ‘মাত্র এক সেশন অনুশীলন গেল। আরো কয়েকদিন গেলে বোঝা যাবে। আমাদের তিনটি প্রীতি ম্যাচ রয়েছে। আশা করি এর আগে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে।’
এই তিন ম্যাচে দুই প্রবাসীকে পরখ করে দেখতে পারেন ব্রিটিশ কোচ জেমি ডে। এই ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করলে সামনে সাফে তাদের সম্ভাবনা থাকবে দলে থাকার। রাহবারের বয়স ২৩ এর বেশি হলেও তাহমিদের বয়স বিশের নিচেই। এএফসি চ্যাম্পিয়নশিপের অনুর্ধ্ব ২৩ বাছাইয়ে খেলার সম্ভাবনা রয়েছে তাহমিদের যদি প্রীতি ম্যাচে ন্যূনতম পারফরম্যান্স করতে পারেন।
এজেড/এটি