লিওনেল মেসি পিএসজির হয়ে মাঠে নামবেন কবে? সেই ১০ আগস্ট থেকে অপেক্ষার শুরু। সে অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে আরেকটু, অন্তত ঘণ্টাখানেকের জন্য তো অবশ্যই। আজ রেঁসের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে যে জায়গা হয়নি রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর বিজয়ীর।

তবে সে অপেক্ষা আজই শেষ হতে পারে। প্রথমবারের মতো স্কোয়াডে আছে তার নাম। ফলে আর্জেন্টাইন অধিনায়কের দেখা মিলতে পারে দ্বিতীয়ার্ধের কোনো এক সময়ে। তার দেখা মেলার সম্ভাবনা থাকলেও নেই সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের খেলার সম্ভাবনা, চোটের স্কোয়াডেই যে নেই তিনি! এদিকে ফরাসি দলটির আরেক বড় তারকা জিয়ানলুইজি ডনারুমারও জায়গা হয়েছে বেঞ্চেই। 

মেসি শুরুর একাদশে না থাকলেও ব্রাজিলিয়ান তারকা নেইমার অবশ্য মৌসুমে প্রথমবারের মতো পিএসজির হয়ে মাঠে নামছেন। এদিকে দলবদলের বাজারে জোর গুঞ্জন তোলা কিলিয়ান এমবাপেও আছেন রেঁসের বিপক্ষে পিএসজির শুরুর একাদশে। আক্রমণভাগে দু'জনের সঙ্গে যোগ দিয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। 

মাঝমাঠে আছেন জর্জিনিও ওয়াইনাল্ডাম, মার্কো ভেরাত্তি, আর ইদ্রিসা গেই। কোচ মরিসিও পচেত্তিনো তার রক্ষণকে সাজিয়েছেন আশরাফ হাকিমি, মারকিনিয়োস, তিলো কেহরার, আর আবদু দিয়ালোদের নিয়ে; শিরোপাপ্রত্যাশীদের গোলমুখ সামলাবেন কেইলর নাভাস। 

নিজেদের শুরুর তিন ম্যাচেই জয় নিয়ে পিএসজি মৌসুমের শুরুটা করেছে ভালোভাবেই। সে সংখ্যাটা চারে উন্নীত করার লক্ষ্যেই যে আজ মাঠে নামবে পচেত্তিনোর শিষ্যরা, তা বলাই বাহুল্য। রেঁসের মাঠ স্তাদ অগাস্ত দেলঁতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। 

এনইউ/আরএইচ