প্রথমার্ধেই দুই গোল করেছিল বার্সেলোনা। এক গোল শোধও দিয়েছিল গেতাফে। শেষ পর্যন্ত ব্যবধান সেটিই রইল। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দলটির পক্ষে গোল দুইটি করেছেন মেমফিস ডিপাই ও সার্জিও রবার্তো।

রোববার রাতের ম্যাচে মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। জর্ডি আলবার কাছ থেকে বল পেয়ে সেটি জালে জড়ান সার্জিও রবার্তো। ম্যাচে ফিরতে গেতাফে সময় নেয় ১৬ মিনিট। কার্লেস আলেনইনার বাড়িয়ে দেওয়া বল জালে জড়ান সান্দ্রো রামিরেজ। ম্যাচ ফেরে সমতায়।

বিরতির আগেই ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। এবার দুই ডাচ ফুটবলারের কল্যাণে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রাঙ্কি ডি জংয়ের বাড়িয়ে দেওয়া বলে দারুণ ফিনিশিংয়ে গোল করেন চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া মেমফিস ডিপাই। 

ম্যাচজুড়ে বার্সেলোনার প্রাধান্য থাকলেও গেতাফেও কম যায়নি। ম্যাচের ৬৭ শতাংশ বল পায়ে ছিল রোনাল্ড কোম্যান শিষ্যদের। গেতাফের গোলমুখে সাতটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল বার্সেলোনা। একটি বেশি শট নিয়ে সমান শট লক্ষ্যে রেখেছে গেতাফে।

এই ম্যাচ জিতে লা লিগার পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে বার্সেলোনা। ৩ ম্যাচ খেলে সাত পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সা। তিন ম্যাচে কোনো জয় না পাওয়া গেতাফে আছে ১৮ নম্বরে। 

এমএইচ