বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়া আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ক্লাবটিতে নাম লেখালেও এখনো পর্যন্ত তাদের হয়ে মাঠে নামেননি আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি তাকে রাখা হয়নি পিএসজির কোনো ম্যাচের স্কোয়াডেও। 

অবশেষে সম্ভবত ফ্রান্সের ক্লাবটির সমর্থকদের অপেক্ষা শেষ হচ্ছে পিএসজির জার্সিতে মাঠে নামতে দেখার। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে রাঁসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের স্কোয়াডে মেসি থাকতে পারেন, এমনটিই জানিয়েছেন ক্লাবটির কোচ মাওরোসিও পচেত্তিনো।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘আজকে আমরা বেশ ভালোভাবে অনুশীলন করেছি। এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি। তারা (মেসি, নেইমার ও এমবাপে) স্কোয়াডে থাকবেন। তবে শুরুর একাদশে থাকবে কি না ওই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বিবেচনা করে দেখবো।’

পিএসজিতে কেমন করছেন মেসি? এমন প্রশ্নের জবাবে অবশ্য আবার স্কোয়াডে মেসির থাকা নিয়ে রহস্য রাখলেন পচেত্তিনো, ‘মেসি এখানে কেমন করছে সেটা পর্যালোচনা করে দেখব। তারপর আমরা সিদ্ধান্ত নেবো সে স্কোয়াডে থাকবে কি না। আমার মনে হয়, প্রথম প্রশ্নটাও একই রকমের ছিল। আমি স্পষ্ট কোনো জবাব দেইনি, তাই সংশয় থাকাটা খুবই স্বাভাবিক।’

তিনি আরও বলেছেন, ‘মেসি খুবই অনুপ্রাণিত। সে দুর্দান্ত পেশাদার একজন ফুটবলার। নতুন দলের সতীর্থদের সঙ্গে নতুন পরিবেশে সে খুব দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার মতো সক্ষমতা তার আছে।’

এমএইচ