যা হয়েছে ভুলে গেছি, মেসিকে সবসময় সম্মান করি
গত কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক শিরোপা জিততে না পারার দীর্ঘদিনের আক্ষেপ শেষ হয়েছে লিওনেল মেসির। তবে এর জন্য পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে জিততে হয়েছে টাইব্রেকারে।
এই ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়রা যেন ছিলেন একটু বেশিই উত্তেজিত। কলম্বিয়ার বেশ কয়েকটি শট ঠেকিয়ে নায়ক বনে গিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরে আলোচনায় এসেছিল তার একটি কৌশল। প্রতিটি শট নেওয়ার আগেই তিনি কলম্বিয়ার খেলোয়াড়দের কথা বলে ভড়কে দিচ্ছিলেন।
বিজ্ঞাপন
তাতে পরে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। বার্সেলোনায় তার সাবেক সতীর্থ ও কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরো মিনাকে ‘নাচো, এবার গিয়ে নাচো’ এমন কথাও নাকি বলেছিলেন। তবে এটিকে ফুটবলের অংশ হিসেবেই দেখছেন কলম্বিয়ান ডিফেন্ডার।
তিনি বলেছেন, ‘মেসির সঙ্গে যেটা হয়েছে, সেটা যেকোনো মুহূর্তেই হতে পারে। এটাই ফুটবল। জীবন চলতেই থাকবে। এটা সবসময় আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেবে। আমি শান্ত ছিলাম কারণ জানি মেসি দুর্দান্ত একজন মানুষ।’
মেসিকে সবসময় সম্মান করবেন জানিয়ে মিনা বলেছেন, ‘আমি প্রথম বার্সেলোনায় তার সঙ্গে দেখা করি। ওই সময় দেওয়া তার সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি তাকে সবসময় সম্মান করব। সে যা, তার জন্য প্রশংসা করি। ঘটনার সময় আমরা দুজনই জাতীয় দলের জন্য লড়ছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমাকে যদি কখনো জাতীয় দলের জন্য জীবনও দিতে হয়, আমি দেবো। কিন্তু যেটা অতীতে হয়ে গেছে, সেটা ওখানেই শেষ। এখানে আর কিছু করার নেই।’
এমএইচ