তিনটি প্রীতি ম্যাচ খেলতে জামাল ভূঁইয়ারা কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। বাংলাদেশ ও কিরগিজস্তান সময়ে কোনো পার্থক্য নেই। জামাল ভূঁইয়ার শনিবার দুপুর দেড়টায় বিশকেকে পৌঁছান।
 
গতকাল রাত পৌনে একটায় বিশকেকের উদ্দেশে রওনা হন ফুটবলাররা। দুবাইয়ে ঘণ্টা তিনেকের ট্রানজিট ছিল জামালদের। এরপর আবার দুবাই থেকে বিশকেকের উদ্দেশে রওনা হন জেমি ডে’র শিষ্যরা।
 
২৩ সদস্যের ফুটবল দলের মধ্যে ২১ জন ইতোমধ্যে বিশকেকের টিম হোটেলে পৌঁছেছেন। দুই প্রবাসী ফুটবলার ও ব্রিটিশ গোলরক্ষক কোচ ভোররাতে দলের সঙ্গে যোগ দেবেন। 

গতকাল অনেক ফুটবলার ম্যাচ খেলেছে। দীর্ঘ ভ্রমণক্লান্তির জন্য আজ কোনো অনুশীলন নেই। ফুটবলাররা টিম হোটেলে বিশ্রাম নেবেন। আগামীকাল (রোববার) থেকে শুরু হবে অনুশীলন।
 
ঢাকার আবহাওয়ার সঙ্গে বিশকেকের আবহাওয়ার খানিকটা মিল রয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ কিরগিজস্তান পৌছে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা সবাই সুস্থ এবং ভালো আছি। ক্লান্ত থাকায় কোচ আজ আমাদের বিশ্রাম দিয়েছেন। এই তিনটি ম্যাচ আমাদের সাফের প্রস্তুতিতে জন্য খুব সহায়ক হবে।’ 

এজেড/এমএইচ/এটি