সেপ্টেম্বরেই আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত হওয়ার কথা ফুটবলারদের। আর্জেন্টিনার জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। ভেনেজুয়েলা, বলিভিয়া ছাড়াও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেও। তবে এই ম্যাচে দলের বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাচ্ছে না আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা থেকে ফিরে গেলে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে। তাই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেশটির ফুটবলারদের না ছাড়ার ঘোষণা দিয়েছে ক্লাবগুলো। এমনকি প্রত্যাখ্যান করেছে ফিফা সভাপতি জিয়েন্নি ইনফান্তিনোর অনুরোধও। 

সব মিলিয়ে এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোদের মতো তারকাদের ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে মাঠে নামতে হতে পারে আর্জেন্টিনাকে। এ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন দলের কোচিং স্টাফের সদস্য ও সাবেক আলবিসেলেস্তে ফুটবলার রবার্তো আয়লা। 

তিনি বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছি। এই ইস্যুটা যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই ফিফাকে সমাধান করতে হবে। তারা কবে ম্যাচ এটা আগে থেকেই জানে অথচ এখন কিছু লিগ বলছে ফুটবলারদের ছাড়তে পারবে না।’

‘শনিবার আমরা ভেনুজুয়েলা যাবো, বৃহস্পতিবার খেলতে নামব। এখন যদি ইউরোপের লিগগুলো আমাদের নিশ্চিত খেলোয়াড়দের না ছাড়ে তাহলে কী হবে? তখন এটা জরুরি হয়ে পড়বে আমাদের ঘরোয়া লিগের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে দেওয়া। এটা খুব ক্ষতির ব্যাপার যে জাতীয় দলে আপনি এমন খেলোয়াড়দের ডেকেছেন, যাদের পাবেনই না।’

এমএইচ