ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকে দলে চায় রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপজয়ী ফুটবলারও পিএসজি ছেড়ে পাড়ি জমাতে চান স্প্যানিশ ক্লাবটিতে। এসব খবর পুরোনো। গত দুই বছর ধরেই এমবাপেকে দলে ভেড়াতে চাইছে রিয়াল। এবার তো পুরো মৌসুমজুড়েই তার ক্লাব ছাড়ার গুঞ্জন। 

পিএসজির দেওয়া নতুন চুক্তি কয়েক দফা নাকচ করেছেন এমবাপে। কারণটা ওই রিয়াল মাদ্রিদেই যাওয়া। কিন্তু তাকে কিছুতেই ছাড়তে চাইছে না পিএসজি। সবশেষ আজ জানা যায়, এমবাপের জন্য ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। 

কিন্তু ওই প্রস্তাবে পিএসজি তো রাজি হয়নি বরং অভদ্র জবাব দিয়েছে বলে দাবি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তার ভাষায়, ‘এমবাপেকে নিয়ে দেওয়া প্রস্তাবে পিএসজি আমাদের জবাব দিয়েছে। সেটা অভদ্রভাবে...।’

এর আগে এমবাপের ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছের কথা স্বীকার করেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। ফরাসি পত্রিকা আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। সঙ্গে বলেছেন, এমবাপের ক্লাব ছাড়তে হলে পূরণ করতে হবে পিএসজির দেওয়া শর্ত।

তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার যে এমবাপে ক্লাব ছাড়তে চায়। দলবদলের সময় শেষ হওয়ার মাত্র সপ্তাহখানেক আগে আমরা আমাদের পরিকল্পনা বদলাতে পারি না। যদি এমবাপে যেতে চায়, তাহলে তাকে ধরে রাখবো না। তবে যেতে চাইলে আমাদের শর্ত পূরণ করতে হবে।’

এমবাপেকে দেওয়া প্রস্তাবের ব্যাপারে লিওনার্দো বলেছেন, ‘আমরা তাতে দুইটি প্রস্তাব দিয়েছিলাম। একটি দুই মাস আগে আরেকটি সম্প্রতি। তার কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে প্রজেক্টের মধ্যে রেখেছিলাম, কিন্তু কেউই প্রজেক্টের চেয়ে বড় না। আমরা এই মৌসুমে স্বপ্ন তৈরি করেছি এবং কাউকে তা ধ্বংস করতে দেবো না।’

এমএইচ