পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে এখনো মাঠেই নামননি লিওনেল মেসি। কবে নামবেন, এ নিয়ে আছে বেশ জল্পনা কল্পনা। তবে সেসবের আগেই একটা 'শিরোপা' জিতে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। 

কোপা আমেরিকা জিতেছেন, তাতে ঘুচেছে দীর্ঘ শিরোপা খরা। আর্জেন্টিনার জার্সি গায়ে যা আবার তার প্রথম। সেই শিরোপাজয়ের জন্যই তাকে এই সম্মাননা দিয়েছে পিএসজি। তিনি একা নন, আর্জেন্টিনার শিরোপাজয়ের আরও দুই কুশীলব লিয়ান্দ্রো পারেদেস আর আনহেল ডি মারিয়ার হাতেও দক্ষিণ আমেরিকার মানচিত্রের আদলে একটা ট্রফি তুলে দেওয়া হয়েছে।

পিএসজিতে যে মহাদেশীয় শিরোপাজয়ী কেবল আর্জেন্টাইনরাই আছে, বিষয়টা মোটেও তেমন নয়। ইউরোজয়ী ইতালিরও তো আছেন দুজন। ফলে সেই দুজনকেও দেওয়া হয়েছে সংবর্ধনা। তাদেরকে দেওয়া হয়েছে ইউরোপের মানচিত্রের আদলে একটা ট্রফি। দেওয়ার পর সবাইকে একসঙ্গে নিয়ে একটা ছবি প্রকাশ করেছে পিএসজি। 

ট্রফি হাতে মেসিরা/পিএসজি