বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেওয়া আলোড়ন তুলেছিল পুরো বিশ্বজুড়ে। যদিও এখনো ক্লাবটির হয়ে অভিষেক হয়নি তার। মেসির এই অভিষেক নিয়েই আগ্রহ তুঙ্গে। কবে প্রথমবারের মতো পিএসজির জার্সিতে ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক।

ফুটবল বিশ্বে এখন অন্যতম আলোচিত বিষয় এটি। এ নিয়ে সবার আগ্রহ কেমন, তারই আরও একটি প্রমাণ পাওয়া গেল। পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোর কথায় আভাস মিলেছে রাঁসের বিপক্ষে পিএসজির হয়ে অভিষেক হতে পারে মেসির।

এই ম্যাচের ১০ দিন আগেই কি না শেষ হয়ে গেছে সব টিকিট। ২০ হাজার ৫৪৬ টিকেট ছাড়া হলেও সবগুলোই বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে। স্টেডিয়ামের বাইরে ঝুলছে ‘নো টিকিট’ লেখা সাইনবোর্ডও। এসব টিকিট কেবল ফ্রান্স নয়, বিক্রি হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে।

ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অনলাইনে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিশর ও ভারত থেকে কেনা হয়েছে টিকেট। শুধু সমর্থক নয়, আগ্রহ আছে সাংবাদিকদেরও। এই ম্যাচের অ্যাক্রিডেশনের আবেদন জমা পড়েছে ১২০টি। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ ১১৩টি অ্যাক্রিডেশন কার্ডের আবেদন জমা পড়েছিল রাঁসের মাঠের কোনো ম্যাচে।

২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান মেসি। এরপর থেকেই তাকে ক্লাবটির জার্সিতে মাঠে দেখতে উন্মুখ হয়ে আছেন সমর্থকরা। মেসি স্কোয়াডে থাকবেন কি না সেটা নিশ্চিত না হয়েই গত শুক্রবার রাতে বেস্তের বিপক্ষে পিএসজির ম্যাচের সব টিকেট আগাম কিনে নিয়েছিলেন সমর্থকরা।

এমএইচ
এমএইচ