আগামী মাসেই আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত হওয়ার কথা রয়েছে ফুটবলারদের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো খেলার কথা রয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ফুটবলারদের। কিন্তু ইংলিশ ক্লাবগুলোতে খেলা এসব দেশের ফুটবলারের আসন্ন ম্যাচগুলোতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর মধ্যে আর্জেন্টিনার ফুটবলারদের চ্যালেঞ্জটা আরও বেশি। আগামী ৬ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নামবে তারা। খেলবে বলিভিয়া, ভেনেজুয়েলার বিপক্ষে। কিন্তু এই ম্যাচগুলোতে দলের বেশ কয়েক জন বড় তারকাকে নাও পেতে পারে আলবিসেলেস্তের।

ইংল্যান্ডের কোয়ারেন্টাইন বাধ্যবাধকতার কারণেই এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির কিছু তালিকাভূক্ত দেশ থেকে আসলে ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই ক্লাবগুলো চাইছে না তাদের ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবলের সময়টিতে ছাড়তে। যদিও ফুটবলারদের ছাড়তে ইতোমধ্যেই ক্লাবগুলোকে চাপ দিচ্ছে ফিফা। 

যদি সত্যিই কোয়ারেন্টাইন কমানো না যায়, তাহলে আসন্ন ম্যাচগুলোতে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে না এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোর মতো তারকাদের। গত কোপায় যারা আলো ছড়িয়েছিলেন আর্জেন্টিনার জার্সিতে। এছাড়া স্কোয়াডে থাকা এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভান্নি লো চেলসোরও একই কারণে খেলা অনিশ্চিয়তায় পড়েছে। 

অবশ্য বেশ কয়েকজন তারকাকে ছাড়া নামতে হতে পারে ব্রাজিলকেও। ম্যানচেস্টার সিটি তাদের দুই ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস ও এডারসনকে ছাড়তে চাইছে না। লিভারপুলে খেলা সেলেসাও গোলরক্ষক এলিসন বেকারকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা আছে।

এমএইচ