আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে চিলি, আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ফুুটবল দল। এই ম্যাচগুলোর জন্য ইতোমধ্যে দলও ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। তবে তাদের সবাইকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতার কারণে ম্যানচেস্টার সিটি তাদের দুই ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস ও এডারসনকে ছাড়তে চাইছে না। লিভারপুলে খেলা সেলেসাও গোলরক্ষক এলিসন বেকারকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা আছে। এমনটিই জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ। 

বেশ কিছু দেশ ইউরোপে লাল তালিকাভুক্ত রয়েছে। এদের মধ্যে আছে ব্রাজিলও। দেশটি থেকে ফিরলে সরকারের নির্ধারিত হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ব্রাজিলিয়ান ফুটবলারদের। এমনটি হলে লেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেসুস ও এডারসনকে পাবে না সিটি। 

তাই কোয়ারেন্টাইনের বিষয়টি সমাধান না হলে এই দুই ফুটবলারকে সিটির ছাড়ার সম্ভাবনা কম। আন্তর্জাতিক বিরতির আগে মিকেল আর্তেতার আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে তারা। চলতি মৌসুমে দুই ম্যাচ খেলে একটি হার ও জয় নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নবম স্থানে আছে সিটি।

আগামী ২, ৫ আর ৯ সেপ্টেম্বর তিনটি ম্যাচ দিবসে হবে বিশ্বকাপ বাছাইয়ের খেলা। আগামী ৫ সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার। 

এমএইচ/এটি