রেকর্ড ২৭ লাখ সমর্থককে হতাশ করলেন সালাহ, তবুও জিতল লিভারপুল
মোহামেদ সালাহ দলে থাকা মানেই যেন গোল করবেন, কিংবা নিদেনপক্ষে করাবেন তো অবশ্যই। সেজন্যে শেষ কয়েক মৌসুম ধরেই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ম্যানেজারদের নয়নের মণি হয়েই আছেন লিভারপুল ফরোয়ার্ড। গোল-অ্যাসিস্টের সে ধারাটা ধরে রেখেছিলেন প্রথম ম্যাচেও। করেছিলেন গোল, করিয়েছিলেন দুটো। সেজন্যেই এফপিএল ইতিহাসের রেকর্ড ২৭ লাখ ৭৬ হাজার ১৮৩ জন ম্যানেজার তাদের দলের অধিনায়কই বানিয়ে রেখেছিলেন তাকে।
কিন্তু সালাহ সে আস্থার প্রতিদান দিতে পারেননি গতকাল। পাননি গোল কিংবা অ্যাসিস্ট। ফলে হতাশা উপহার পেয়েছেন তার প্রায় ২৮ লাখ সমর্থকও। তবে দলের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি তা। ডিয়েগো জোটা আর সাদিও মানের গোলে সহজ জয়ই তুলে নিয়েছে তার দল লিভারপুল।
বিজ্ঞাপন
Posted by Fantasy Premier League on Saturday, August 21, 2021
ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ইপিএলেরই একটি প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করার সুযোগ থাকে সবার। সেখানে প্রিমিয়ার লিগের দলগুলো থেকে খেলোয়াড় বেছে একটা স্বপ্নের দল বানাতে হয়, যেখানে খেলোয়াড়দের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয় ‘ম্যানেজারদের’। সেখানেই দ্বিতীয় গেমউইকে রেকর্ড গড়ে বসেছিলেন সালাহ। প্রায় ২৮ লাখ ম্যানেজারের দলে তো ছিলেনই, বনে গিয়েছিলেন তাদের অধিনায়কও।
সেই সালাহ ম্যাচে সে আস্থার প্রতিদান দিতে পারলেন না এদিন। তবে খুব কাছে পৌঁছে গিয়েছিলেন একবার, বল জড়িয়েছিলেন জালে। ম্যাচের ২৭ মিনিটে হার্ভে এলিয়টের ক্রস থেকে করেছিলেন লক্ষ্যভেদ। কিন্তু বেরসিক ভিএআর সে গোলে বাধা দেয়, ফলে গোলবঞ্চিতই রয়ে যান তিনি।
এর আগেই অবশ্য লিভারপুল এগিয়ে গিয়েছিল ম্যাচে। কনস্টান্টিনোস সিমিকাসের ক্রস থেকে ১৭ মিনিটে গোলটি করেন জোটা। আর দ্বিতীয়ার্ধে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বল বাড়ান সাদিও মানেকে, সেনেগালিজ এই ফরোয়ার্ডের গোলে জয় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের।
এই জয়ের ফলে ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করল লিভারপুল। যে কারণে এখন তালিকার শীর্ষেই আছে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এনইউ