করোনায় মাঠের বাইরে চেলসির তারকা ফুটবলার
চেলসি শিবিরে দুঃসংবাদ। উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিক কোভিড পজেটিভ হওয়ায় ছিটকে গেছেন আর্সেনাল ম্যাচ থেকে। গত ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করে দলের জয়ে ভূমিকা রাখা পুলিসিককে রোববার পাচ্ছে না চেলসি।
করোনায় আক্রান্ত হওয়ায় গত বুধবারের অনুশীলনে ছিলেন না পুলিসিক। চেলসি কোচ টমাস টুখেল বলছিলেন, ‘দুর্ভাগ্যবশত ক্রিস্টিয়ানকে (পুলিসিক) পাওয়া যাবে না। সে পজেটিভ হয়েছে। এখন তাকে প্রোটোকল মানতে হবে। একারণে ও অনুশীলনে ছিল না। ম্যাচেও তাকে পাওয়া যাবে না।’
বিজ্ঞাপন
যদিও টুখেলের দুশ্চিন্তা কিছুটা কমতে পারে হাকিম জিয়েচ ও এনগোলো কান্তের চোট সেরে ওঠায়। ভিলারিয়ালের বিপক্ষে সুপারকাপের খেলায় কাঁধের ইনজুরিতে পড়েন জিয়েচ। অন্যদিকে ফরাসি মিডফিল্ডার কান্তে কিছুদিন ধরেই গোড়ালির সমস্যায় কাবু।
চেলসি বস টুখেল নিজেই তাদের সেরে ওঠা নিশ্চিত করে বলেন, ‘তাদের এখন কোন সমস্যাই নেই। কিন্তু তাদের দলের সঙ্গে অনুশীলনের প্রয়োজন রয়েছে।’ আর্সেনালের বিপক্ষে ম্যাচে তাদের মাঠে নামানোর সবুজ সংকেতও দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার পুলিসিক বরুশিয়া ডর্টমুন্ডে নজরকাড়া পারফরম্যান্স করে নজরে পড়েন চেলসির। ২০১৯ সালে প্রায় ৫৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে টানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
এআইএ/এটি/টিআইএস