তালেবানরা ক্ষমতা দখল করার পরই দেশ ছাড়ার ঢল দেখা যায় আফগানিস্তানের বিমানবন্দরে। বিদেশি নাগরিকদের নিতে আসা সেসব বিমানে হুড়মুড়িয়ে উঠার দৃশ্যও পরে ভাইরাল হয়েছে। বিমানের উপরে-নিচে অথবা চাকায়, যে যেভাবে পেরেছেন সেভাবেই দেশ ছাড়তে চেয়েছেন। 

অনেককে ব্যর্থ হয়ে মরতেও হয়েছে। তাদের দলের একজন আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি। আমেরিকার বোয়িং সি-১৭ বিমানের  ল্যান্ডিং গিয়ারে নিজেকে বেঁধে দেশ থেকে পালাতে গিয়েছিলেন তিনিও। কিন্তু সেখান থেকে পড়ে মৃত্যু হয়েছে এই ফুটবলারের। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের সংবাদ সংস্থা আরিয়ানা।

তার এমন বিদায়ে ব্যথিত এক বন্ধু ফেসবুকে লিখেছেন, ‘আনওয়ারির সঙ্গে আমার অনেক স্মৃতি ছিল, সে ছিল আমার ভাই। এমন অপূরণীয় ক্ষতি আমাকে দুঃখে ভাসিয়ে দিয়েছে।’ আফগানিস্তান জাতীয় দলের সহকারী ম্যানেজার আলি আস্কর লালি বলেছেন আনওয়ারিকে যেন সবাই মনে রাখে। 

১৯ বছর বয়সী আনওয়ারি খেলেছেন আফগানিস্তানের বয়সভিত্তিক জাতীয় দলে। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই ফুটবলার কাবুলের বিখ্যাত এস্তেকলাল উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করতেন। সোমবার যুক্তরাষ্ট্রের উড়ে যাওয়া বিমান থেকে কয়েক জনকে পড়ে যেতে দেখা গিয়েছিল। ভাবা হচ্ছিল আনওয়ারি হতে পারেন তাদেরই একজন। 

পরে আফগানিস্তানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের পরিচালক নিশ্চিত করেছেন বিষয়টি। জানিয়েছেন, 'উন্নত ভবিষ্যতের খোঁজে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে বিমান থেকে মাটিতে পড়ে মারা গিয়েছেন যারা, জাকি তাদেরই একজন ছিলেন।'

সেখানে আরও বলা হয়েছে, 'সে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সে সবসময় আমাদের স্মৃতিতে থাকবে।'

এমএইচ