পিএসজিতে দ্রুতই মানিয়ে নিচ্ছেন মেসি
হুট করেই পাড়ি জমিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইতে। বেশ ঘটা করেই লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ক্লাবটি। আয়োজন করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে দর্শকদের সামনেও। কিন্তু এখনো পিএসজির জার্সিতে মাঠে নামেননি এই আর্জেন্টাইন তারকা।
চারদিকে তাই প্রশ্ন, কবে পিএসজির জার্সিতে মেসির অভিষেক হবে? বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত একটায় ব্রেস্টের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। লিগ ওয়ানের এই ম্যাচেই পিএসজির জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে মেসির।
বিজ্ঞাপন
যদিও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই ব্যাপারে মুখ খুলতে চাইলেন না পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। তিনি জানিয়েছেন, এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। তবে পিএসজিতে যে মেসি দ্রুতই মানিয়ে নিচ্ছেন সেটি স্পষ্টই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।
ব্রেস্টের বিপক্ষে ম্যাচে মেসির অভিষেক হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা পরিকল্পনার ব্যাপারে দলের সঙ্গে এখনো কথা বলিনি। সংবাদ সম্মেলনের পর সবকিছু বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
পিএসজিতে মেসি মানিয়ে নিতে পারছেন কি না এ নিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমরা সবাই তার মান জানি। সে দলের মধ্যে খুবই ইতিবাচক শক্তি এনেছে। দলের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিচ্ছে। আপনি বলতে পারেন এখানে ভালো অনুভূতি আছে। কেবল ড্রেসিং রুমেই না, মাঠেও।’
এমএইচ