কোপার ফাইনালের আগে মেসির বক্তব্য মার্টিনেজের কাছে ইতিহাস
এমনিতে খুব বেশি কথা বলতে দেখা যায় না লিওনেল মেসিকে। কিন্তু ব্রাজিলের বিপক্ষে গত কোপা আমেরিকার ফাইনালের আগে নাকি খোলস ভেঙে বের হয়ে এসেছিলেন তিনি। মেসির তাতিয়ে দেওয়া বক্তব্য ইতিহাস হয়ে থাকবে আর্জেন্টিনা দলের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের কাছে।
মেসির নেতৃত্ব সম্পর্কে তিনি বলেছেন, ‘মেসি একজন নেতা, সে একজন চ্যাম্পিয়ন।’ ফাইনালের আগে মেসি কি বলেছিলেন জানতে চাওয়া হলে লিসান্দ্রো বলেন, ‘সে যা বলেছিল তার সবকিছু আমি বলব না। জাতীয় দলে খেলতে পারাটা, তার(মেসির) কথা শুনতে পারা এবং তাকে খেলতে দেখতে পারাটা সত্যিই বিশেষ কিছু।’
বিজ্ঞাপন
তিনি যোগ করেন, ‘কোপার শিরোপা জয় করাটা পুরো দলেরই লক্ষ্য ছিল। জয়ের পর মেসিকে জড়িয়ে ধরা ছিল একটি বিশেষ মুহূর্ত। এটা পরিশ্রম, একাগ্রতা, দৃড়তা, শৃংখলা এবং দলগত প্রচেষ্টার ফসল। সে (মেসি) একজন বিজয়ী।’
কোপা চলাকালে পুরো বিশ্বের ফুটবল ভক্তদের ভালবাসা ও সম্মান আদায় করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অনেকেই চেয়েছিলেন এই ফুটবল জাদুকরের হাতে উঠুক একটি শিরোপা। এই সাফল্যের পিছনে তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও তাদের বোর্ডকেও কৃতিত্ব দিয়েছেন।
তিনি বলেন, ‘খেলোয়াড়রা ভালো করেছে কারণ তাদের কোন কিছু নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি। ভালো খাবার, সুন্দর অনুশীলনের জায়গা কোন কিছু নিয়েই আপনি অভিযোগ করতে পারবেন না।’
২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০১৯ সালে নেদারল্যান্ডের ক্লাব আয়াক্সে যোগ দেন। পরবর্তীতে আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পান তিনি।
এমএইচ