রোনালদোর রিয়ালে আসার গুঞ্জন উড়িয়ে দিলেন আনচেলত্তি
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন। এরপর ক্লাবটির কিংবদন্তি বনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির হয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন, জিতেছেন অনেক শিরোপাও। তবে ২০১৮ সালে রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে পাড়ি জমান তিনি।
তাদের সঙ্গে আগামী মৌসুমেই চুক্তি শেষ হবে রোনালদোর। তবে তার আগেই পর্তুগিজ তারকা জুভেন্তাস ছাড়তে পারেন। এরপর ফিরতে পারেন পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদে। সম্প্রতি এমন গুঞ্জন ছড়ায়।
বিজ্ঞাপন
বলা হচ্ছিল রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলত্তি তাকে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন। অনেকদিন থেকেই রোনালদো ও তার অ্যাজেন্টের সঙ্গে কথা বলছেন বলেও জানায় বেশকিছু স্প্যানিশ সংবাদ মাধ্যম। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি ফুটবলার। আমি তাকে সত্যিই অনেক সম্মান করি। কিন্তু আমি এই মৌসুমে কখনো তাকে ক্লাবে ফেরানোর চেষ্টা বা পরিকল্পনা করিনি। আমরা সামনে তাকাতে চাই।’
রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচ খেলে ৪৫০ গোল করেছেন রোনালদো। ২০১৪, ‘১৬, ‘১৭ ও ‘১৮ সালে ক্লাবটির চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনেও বেশ সফল তিনি।
রিয়ালেই তার কোচিংয়ে ১১০ ম্যাচ খেলে ১০০ গোল করেছেন রোনালদো। তবে অন্তত চলতি মৌসুমে যে আবারও রোনালদো-আনচেলত্তি জুটি দেখা যাচ্ছে না এটি এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেল।
— Fabrizio Romano (@FabrizioRomano) August 17, 2021
এমএইচ