বার্সেলোনার ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থার কথা সবারই জানা। এজন্য ক্লাব ছাড়তে হয়েছে দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকেও। তবে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলেছেন ১৮ মাসের মধ্যেই বার্সেলোনা তাদের ভেঙে পড়া আর্থিক কাঠামো পুনর্গঠন করতে পারবে। 

সোমবার সংবাদ সম্মেলনে লাপোর্তা বলেন, ‘আমি মনে করি আগামী ২ বছরের মধ্যেই ক্লাবটি পুনরায় আর্থিকভাবে সচ্ছ্বল হবে।’ তাদের জন্য অনেক স্পন্সরদের দরজা খোলা থাকায় এখনো আশার আলো দেখছেন তিনি। লা লিগার ক্লাবটি গত মৌসুমেই ৪৫১ মিলিয়ন ইউরোর বিশাল অংকের আর্থিক ক্ষতি গুণেছে। 

দীর্ঘদিনের অপরিকল্পিত বেতন কাঠামো ও দলবদলের বাজারে বেশি দামে খেলোয়াড় কেনার খেসারত দিতে হচ্ছে ইউরোপের একসময়ের অন্যতম ধনী এই দলটিকে। এছাড়া সেরা খেলোয়াড়দের ধরে রাখতেও ব্যর্থ হয়েছে ক্লাবটি।  

এতকিছুর পরও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী লাপোর্তা। তিনি ক্লাবের সামনে থাকা সুযোগগুলো তুলে ধরেন এবং আরও বর্তমানে ১৭টি প্রতিষ্ঠান ক্লাবটিতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন। লাপোর্তা বলেন, ‘আমরা অনেক প্রস্তাব পাচ্ছি। নিশ্চিতভাবেই এটা আমাদের উৎসাহ যোগাচ্ছে।’

বর্তমানে পাহাড়সমান দেনার চাপে রয়েছে বার্সেলোনা। তাদের মোট ঋণের পরিমাণ ১.৩৫ বিলিয়ন ইউরো যার ৬৭৩ মিলিয়নই ব্যাংক থেকে নেওয়া। বিপুল পরিমাণ অর্থের এই ধার শোধ করতে স্পন্সরদের ওপরই শেষ ভরসা রাখছেন বার্সা প্রেসিডেন্ট।

এমএইচ