জাতীয় দলে সুযোগ পেতে ফিটনেসে উন্নতি করতে হবে কিংসলেকে
লন্ডন থেকে ঢাকায় এসে কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র। করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর আজ (সোমবার) বিকেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেমি ডে। ওই সাক্ষাতে মূলত আসন্ন সাফ ও কিরগিজস্তান সফর নিয়ে আলোচনা হয়েছে। সহকারি কোচ স্টুয়ার্ট নিয়েও জেমির মতামত জেনেছেন সভাপতি।
সভাপতির সঙ্গে আলোচনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জেমি ডে। তিনি বলেন, ‘তেমন কোনো বিশেষ বিষয় না। এমনি সামনে আমাদের খেলাগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সাফের প্রস্তুতি নিয়ে।’ সহকারী কোচ তার সঙ্গে আসেননি। বাংলাদেশের দায়িত্ব পালন করার সম্ভাবনা কম। স্টুয়ার্ট প্রসঙ্গে প্রশ্ন হলে ফেডারেশনের কোর্টেই বল ঠেললেন জেমি, ‘এটি নিয়ে ফেডারেশন কাজ করছে। তারাই ভালো বলতে পারবে।’
বাংলাদেশ ফুটবল দলে মূল সমস্যা স্কোরিং। অনেক ম্যাচ বাংলাদেশ জয় বঞ্চিত হয়েছে শুধুমাত্র গোল করার অভাবে। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া কিংসলে ইতোমধ্যে ঘরোয়া লিগে বসুন্ধরা কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন। গোলও করেছেন বাংলাদেশি ফুটবলার হিসেবে ঘরোয়া লিগে।
বিজ্ঞাপন
কিংসলে সম্পর্কে জেমি ডে’র পর্যবেক্ষণ, ‘তার ফিটনেস আরও বাড়ানো প্রয়োজন। সে অবশ্যই আমাদের ভালো বিকল্প হতে পারে। ইতোমধ্যে পাসপোর্টও পেয়েছে।’ পাসপোর্ট পেলেও ফিফা থেকে এখনো অনুমতি আসেনি কিংসলের। অনুমতির অভাবে কিংসের হয়ে এএফসি কাপ খেলতে পারছেন না। সেই অনুমতি না হলে আসন্ন জাতীয় দলেও খেলতে পারবেন না।
২৭ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বসুন্ধরার তিনটি ম্যাচ বাদে শেষ হবে। এরপর শুরু হবে জাতীয় দলের কিরগিজ মিশন। ওই মিশনের দল সম্পর্কে জেমি বলেন, ‘গত তিন বছরে বাংলাদেশের ফুটবলারদের অধিকাংশ একই ক্লাবে খেলছে। আমার জাতীয় দলে অনেকটা একই মুখ। আসন্ন সিরিজেও দলে পরিবর্তন হওয়ার সুযোগ কম।’
এত দিন লন্ডন থেকে অনলাইনে খেলা দেখলেও এখন বাকি কয়েক দিন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন। এই ১০ দিনও পর্যবেক্ষণ থাকবে জেমির, ‘আমার দল মোটামুটি সাজানো আছে। তারপরও এই ১০ দিন বিশেষ নজর থাকবে। এই ১০ দিনে দলটির আরও যাচাই করতে চাই।’
এজেড/এমএইচ