মেসুত ওজিল/ফাইল ছবি

১৮ মাস আগে ও পরে। এ সময় পৃথিবীর চেহারাটাই পাল্টে গেছে প্রায়। এরপর গোটা বিশ্বে করোনা মহামারির প্রকোপ ছড়িয়ে পড়েছে, সবকিছু থমকে গিয়ে আবার প্রাণ ফিরে পাওয়ার প্রহর গুনছে। এ সময় আরেকটা বিষয়ও দেখেনি ফুটবল বিশ্ব, মেসুত ওজিলের গোল। অবশেষে সেই খরাটাই কাটিয়েছেন জার্মান এই তারকা, গোল করেছেন আদানা দেমিরস্পোরের বিপক্ষে। 

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১১ সেকেন্ডেই গোলের দেখা পান ওজিল। সতীর্থের কাছ থেকে আসা দারুণ এক ক্রসে আলতো ছোঁয়ায় করেছেন লক্ষ্যভেদ। সাবেক আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ তারকার এই একমাত্র গোলেই টার্কিশ সুপার লিগের ২০২১-২২ মৌসুমে নিজেদের সূচনাটা দারুণভাবে করেছে ফেনারবাচে। 

যে ১৮ মাসের কথা বলা হচ্ছে, এই সময় অবশ্য খুব একটা খেলাও হয়নি ওজিলের। ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে কোচ মিকেল আর্তেতার পরিকল্পনা থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। গেল জানুয়ারিতে অবশেষে ক্লাব ছাড়েন তিনি। এর আগে ক্লাবের মাসকট গানারসরাসের বেতন দিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। সেই গানারসরাসকেই ব্যয় কমানোর জন্য ছাড়াই করে দিয়েছিল আর্সেনাল। 

এরপরই আর্সেনালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওজিল যোগ দেন ফেনারবাচে। গেল জানুয়ারি থেকে এই পর্যন্ত সময়টা অবশ্য ভালো কাটেনি তার। চোটে পড়ে দুই মাস ছিলেন মাঠের বাইরে। ফিরেও ছিলেন না ছন্দে। এই গোলের আগে একমাত্র অবদানটা ছিল গেল মৌসুমের শেষ ম্যাচে একটা অ্যাসিস্ট। 

ওজিলের শেষ গোলটা ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। নিউক্যাসলের বিপক্ষে ভরা গ্যালারির সামনে গানারদের ৪-০ গোলের জয়ে তুলে নিয়েছিলেন একটি গোল। কে জানত, সেটাই হয়ে যাবে ওজিলের শেষ গোল!

সেই বাজে সময়টাই এবার কাটিয়ে ফেলার ক্ষণ গুনছেন ওজিল। চলতি মৌসুমের প্রথম ম্যাচেই করেছেন গোল। 

এনইউ