আসন্ন সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তিনটি ম্যাচ খেলবে। কিরগিজস্তানে গিয়ে ফিলিস্তিন ও কিরগিজস্তান জাতীয় দলের সঙ্গে একটি ও কিরগিজস্তান অলিম্পিক দলের সঙ্গে আরেকটি ম্যাচ খেলবে। ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর এই তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ জাতীয় দল কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় দল কমিটির ভার্চুয়াল সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘সামনে আমাদের জাতীয় দলের সাফ রয়েছে। এই লক্ষ্যে আমাদের দলের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে। আগামী রবি-সোমবারের মধ্যে এই ম্যাচগুলোর ব্যাপারে ফিফা স্বীকৃতি পাওয়া যাবে।’ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান ফিক্সচার অনুযায়ী ২৭ আগস্ট পর্যন্ত খেলা রয়েছে। ২৭ আগস্টের খেলা শেষের পর দিন থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। বসুন্ধরা কিংস মালদ্বীপে এএফসি কাপে খেলে ২৬ আগস্ট দেশে ফেরার কথা। ২৭ আগস্ট অধিকাংশ ক্লাবের খেলা শেষ হয়ে গেলেও বসুন্ধরার তিনটি ম্যাচ বাকি থাকবে। বাংলাদেশ দল কিরগিজস্তান থেকে ফিরে আসার পর সেই তিনটি ম্যাচ হবে। ওই ম্যাচ শেষ শুরু হবে সাফের প্রস্তুতি, ‘বসুন্ধরা কিংসের তিনটি ম্যাচ শেষ হওয়ার পর আমরা ১৭-১৮ সেপ্টেম্বর পুনরায় জাতীয় দলের ক্যাম্প শুরু করব। আমরা দশ দিনের ক্যাম্প করব। ২৭ বা ২৮ সেপ্টেম্বর সাফ খেলার উদ্দেশ্যে মালদ্বীপে যাবে বাংলাদেশ দল।’ 

বাংলাদেশ বিগত সাফে গ্রুপ পর্ব পার হতে পারেনি । এবার সাফে পাঁচ দল হওয়ায় গ্রুপ পর্ব নেই। পাঁচ দলই সবার সঙ্গে সবাই খেলবে। এই ফরম্যাটে বাংলাদেশের সম্ভাবনা বেশি দেখছেন নাবিল, ‘বিগত সাফে আমরা অনেক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আশানুরূপ ভালো করতে পারিনি কখনো বাজে পারফরম্যান্স আবার কখনো ভাগ্যের কারণে। এই ফরম্যাটে আমরা সবার সঙ্গেই খেলব। পাশাপাশি টুর্নামেন্টের আগে তিনটি শক্তিশালী দলের সঙ্গে খেলব। ফলে এই টুর্নামেন্টে আমরা ভালো কিছু আশা করছি।’ 

জাতীয় দল কমিটির চেয়ারম্যানের সঙ্গে অনেকটা একমত হয়ে কোচ জেমি ডে বলেন, ‘সেপ্টেম্বরের এই তিনটি ম্যাচ আমার দলের প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হবে এবং মালে যাওয়ার আগে দশ দিনও পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সাহায্য করবে।’ 

আজকের জাতীয় দল কমিটির সভায় সিনিয়র জাতীয় দল ছাড়াও অনূর্ধ্ব ২৩ দল নিয়েও পরিকল্পনা হয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহে এএফসি অনূর্ধ্ব ২৩ বাছাই চ্যাম্পিয়নশিপ রয়েছে কুয়েতে। 

সেই চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রস্তুতির জন্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে হোম ম্যাচের পরিকল্পনা জাতীয় দল কমিটির, ‘নেপাল ও মঙ্গোলিয়ার সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা অক্টোবরে হোমে খেলার ব্যাপারে কাজ করছি। নভেম্বরেও ফিফা উইন্ডো রয়েছে। আমরা সেই উইন্ডোতে খেলার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।’ 

এজেড/এনইউ