পিএসজির স্কোয়াডটা আগে থেকেই ছিল দারুণ। সঙ্গে যোগ হয়েছেন লিওনেল মেসি। এখন তো হয়েছে স্বপ্নের মতো দল। বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ সেস ফেব্রিগাস বলেছেন, আর্জেন্টাইন তারকা যোগ দেওয়ার পর বাড়বে লিগ ওয়ানের জনপ্রিয়তা। 

সম্প্রতি ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন স্পেনের এই ফুটবলার। আগে মেসির সতীর্থ হলেও ফ্রেঞ্চ লিগে মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামবেন মোনাকোর হয়ে। মেসি নিজে কতটা বড় ফুটবলার সেটি জানে না বলেই মনে করেন ফেব্রিগাস। 

তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমি মেসিকে বলি সে আসলে নিজেও জানে না কত বড়। সে বিভিন্ন জায়গায় যায় এবং ভাবে মানুষের প্রতিক্রিয়া স্বাভাবিক। কারণ সে সেরা হিসেবেই বেড়ে উঠেছে এবং সবসময়ই ভক্তদের মাঝখানে ছিল। কিন্তু যখন বাইরে থেকে দেখবেন, আমি আর কারো ক্ষেত্রেই এমন দেখি না। কখনো একটা ক্লাবের চেয়েও মেসির ভ্ক্ত বেশি দেখা যায়।’

মেসি যোগ দেওয়ার পর ফ্রেঞ্চ লিগের প্রতি মানুষের আগ্রহ বাড়বে জানিয়ে ফেব্রিগাস বলেছেন, ‘এখন অনেক মানুষই লিগ ওয়ান দেখবে। বিশেষত মেসি আসার পর। তার সঙ্গে আরও দুইজন, এমবাপে ও নেইমার। এটা দেখার জন্য দারুণ কিছুই হবে।’

পিএসজির দারুণ স্কোয়াড থাকলেও লিগ ওয়ান এক ঘোড়ার দৌড় হবে না বলেই বিশ্বাস ফেব্রিগাসের। ফ্রেঞ্চ লিগকে বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ বলেই মনে করেন তিনি। মানুষ যতটা সহজ মনে করে, এখানের খেলা এত সহজ নয় বলেও জানিয়েছেন এই স্প্যানিশ।

তিনি বলেছেন, ‘যখন পিএসজি লিগ জিততে পারে না তখন সবাই এটাকে বিপর্যয় হিসেবে দেখে। কারণ তারা অনেক টাকা খরচ করে। সবাই ভাবে এটা এক দলের লিগ। কিন্তু শেষ তিন বছরে পিএসজি মাত্র দুইবার জিতেছে। এটা প্রতিযোগীতামূলক লিগ। মানুষ যেমন ভাবে, তত সহজ না।’

এমএইচ