কোপা আমেরিকার শুরু থেকেই তাকে নিয়ে শঙ্কা ছিল। কিন্তু ফাইনালেই যেন সবকিছুর জবাব দিয়েছেন গঞ্জালো মন্তিয়েল। দুর্দান্ত পারফরম্যান্সের পর পা থেকে রক্ত গড়ালেও মাঠ ছাড়েননি রিভার প্লেটের এই ফুটবলার। 

এবার আর্জেন্টাইন ক্লাব ছেড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন এই ফুটবলার। খেলবেন স্প্যানিশ ক্লাব সেভিয়াতে। এমনটিই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে। 

অনেকদিন ধরেই ক্লাবটির নজরে ছিলেন মন্তিয়েল। শেষ পর্যন্ত তাকে দলে টানছে সেভিয়া। তার জন্য খরচ করতে হবে ১০ মিলিয়ন ইউরো। 

মাত্র ২৪ বছর বয়সী ডিফেন্ডার মন্তিয়েল। ২০১৬ সালে রিভার প্লেটের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকে ক্লাবটির হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। গত মাসে আর্জেন্টিনার কোপা জয়ে ফাইনালে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এমএইচ/এটি