লিওনেল মেসি/ফাইল ছবি

দুই দশকেরও বেশি সময়ের পর লিওনেল মেসি আর বার্সেলোনার খেলোয়াড় নন। ক্লাবের নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে তাকে নতুন চুক্তি দিতে পারছে না বার্সেলোনা। বিষয়টা প্রকাশ পেয়েছিল গতকাল রাতেই। এবার ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা জানালেন, মেসিকে নতুন চুক্তি না দিয়ে ‘সেরা সিদ্ধান্ত’টাই নিয়েছে বার্সেলোনা!

লিওনেল মেসি অর্ধেক বেতন কমাতে সম্মতও হয়েছিলেন। এরপরও তাকে দলে রাখতে হিমশিম খাচ্ছিল বার্সা, ক্লাবটির অর্থনৈতিক পরিস্থিতি ছিল এতটাই নাজুক! তা থেকে বাঁচতে লা লিগা কর্তৃপক্ষ একটা উপায়ও বাতলে দিয়েছিল ক্লাবটিকে। 

সেটা হলো যুক্তরাষ্ট্রভিত্তিক লগ্নিকারক প্রতিষ্ঠান সিভিসির এক চুক্তি। সেই চুক্তিতে সই করলে এখনই প্রায় ২৭০ মিলিয়ন ইউরো পেয়ে যেত বার্সা, যা ব্যবহার করতে পারত দলবদল ও খেলোয়াড়দের বেতন দেওয়াসহ তাদের ক্লাবের বিভিন্ন খাতে। সেটা হয়ে গেলে মেসিকে ধরে রাখাটা অনেকটাই সহজ হয়ে যেত বার্সেলোনার। 

তবে সিভিসির এই চুক্তির ধারা অনুযায়ী আগামী ৫০ বছরের জন্য ক্লাবটির টিভিস্বত্বের অন্তত দশ শতাংশ চলে যেত লগ্নিকারক প্রতিষ্ঠানটির দখলে। স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, সংখ্যাটা অন্তত ৮০০ মিলিয়ন ইউরো থেকে তিন বিলিয়ন ইউরো পর্যন্ত গড়াতে পারে। আর ক্লাবের ভবিষ্যৎ অর্থনৈতিক ব্যবস্থাও ফেলে দিতে পারে হুমকির মুখে।   

লাপোর্তা জানান, মেসিকে দলে ধরে রাখতে ক্লাবকে এতবড় ঝুঁকির মুখে ফেলে দিতে চাননি তিনি। বার্সা সভাপতির কথা, ‘মেসিকে দলে রাখতে গেলে, ক্লাবকে এমন একটা চুক্তি স্বাক্ষর করতে হতো, যেটা হলে টিভি স্বত্বে ক্লাবকে ৫০ বছরের ক্ষতির মুখে ফেলত।’

এ কারণেই এই সিদ্ধান্তকে সেরা সিদ্ধান্ত বলেই মনে করছেন তিনি। লাপোর্তার কথা, ‘আমি খুবই দুঃখী। তবে আমি নিশ্চিত যে ক্লাবের জন্য সেরা সিদ্ধান্তটাই নিয়েছি।’

শেষ ২০ বছরে মেসিকে দলকে এনে দিয়েছেন ৩৫টি শিরোপা, যার মধ্যে আছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ। শুধু তাই নয়। ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ যোগানদাতা, সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। এমন এক কিংবদন্তিকে বিদায় জানাতে গিয়ে বার্সেলোনা সভাপতি মেসির প্রতি কৃতজ্ঞতাই জানালেন। বললেন, ‘মেসি আমাদের ইতিহাসে একটা বড় ছাপ রেখে গিয়েছে, আর এজন্যে আমরা তার কাছে বেশ কৃতজ্ঞ।’

এনইউ