শেখ কামাল ও কাজী সালাউদ্দিন/ফাইল ছবি

দেশের ক্রীড়াঙ্গনের জীবন্ত কিংবদন্তি কাজী মোঃ সালাউদ্দিন। খেলোয়াড়ী জীবন ও পরবর্তী জীবনে অনেক পুরস্কার পেয়েছেন সালাউদ্দিন। দেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদকও পেয়েছেন তিনি। কিন্তু আজকের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারকে সবার উপরে স্থান দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বর্তমান বাফুফে সভাপতি, ‘অন্য সব পুরস্কারের চেয়ে আমার কাছে এই পুরস্কারের গুরুত্ব ও মাহাত্ম সবচেয়ে বেশি। আমি খুব আনন্দিত যে এই পুরস্কার পেয়েছি।’

এই পুরস্কারের পেছনে তার জড়িত রয়েছে ভিন্ন ধরনের আবেগ। প্রয়াত শেখ কামাল তার বন্ধু ছিলেন। শেখ কামালের সাথে তার ছিল নানা ঘনিষ্ঠতা। শেখ কামালকে স্মরণ করে সালাউদ্দিন বলেন, ‘শেখ কামাল এত অল্প বয়সে এত অল্প দিনে যা করেছে তা সত্যিই অসাধারণ।’

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না। হারুনুর রশিদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শেখ কামালের। প্রয়াত শেখ কামালকে স্মরণ করতে গিয়ে হারুন বলেন, ‘কামাল সব সময় ক্লাবকে রাজনীতি মুক্ত রেখেছে। সে কখনোই রাজনীতিকে ক্লাবের সাথে সম্পৃক্ত করেনি।’

কামালের দূরদৃষ্টি ও আধুনিকতা সম্পর্কে হারুন বলেন, ‘ওই সময়ে ১৯৭৪ সালে বিদেশি কোচ দিয়ে খেলার চিন্তা আমরা করতে পারিনি, কামাল করেছে। বিদেশ থেকে জার্সি আনার পরিকল্পনাও কামালের। কামাল স্বাধীনতার পর সাড়ে তিন চার বছরে যা করেছে। আমরা পঞ্চাশ বছরে সেটাই করছি ঘুরিয়ে ফিরিয়ে। কামাল বেচে থাকলে বাংলাদেশের ফুটবল এশিয়ার পর্যায় তো বটেই আরো উপরেও যেতে পারতো।’

তানভীর মাজহার তান্না সংগঠক কামালের পাশাপাশি ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক কর্মী কামালকে পিছিয়ে রাখতে চান না, ‘কামাল ক্রিকেট ও বাস্কেটবল দারুণ খেলত। মঞ্চ নাটকও করেছে। এক কথায় কামাল অসাধারণ এক প্রতিভা।’ 

এজেড/এটি