মেসির আনন্দ, নেইমারের কষ্ট দুটোই ছুঁয়েছে শচীনকে
লিওনেল মেসির মতো তিনিও হয়েছেন সমালোচনার তীরে বিদ্ধ। কারণ ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড ধরা দিলেও কিছুতেই যে ট্রফি পাচ্ছিলেন না। ব্যক্তিগত অর্জন তাকে ঠিক খুশি করতে পারছিল না। সেই শচীন টেন্ডুলকার ২০০৩ বিশ্বকাপের ফাইনালে খেললেও পাননি শিরোপা। তবে ২০১১ সালে এসে ঠিকই ধরা দেয় বিশ্বকাপ। তিনি জানেন অপেক্ষা শেষে এমন প্রাপ্তির আনন্দ কতোটা।
মেসি কোপা আমেরিকার শিরোপা জিততেই তাকে অভিনন্দন জানাতে ভুল করলেন না শচীন। আর্জেন্টাইন এই কিংবদন্তির আনন্দ ছুঁয়ে গেছে তাকে। আবার ফাইনালে হেরে যাওয়া ব্রাজিলের সেরা তারকা নেইমারের কান্নাও ছুঁয়ে গেছে শচীনের। দেটো ব্যাপার নিয়েই টুইট করলেন ভারতীয় এই লিজেন্ড।
বিজ্ঞাপন
একটি টুইটে শচীন লিখেছেন, ‘কোপা আমেরিকা শিরোপা জেতা আর্জেন্টিনাকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। এটা আর্জেন্টাইনদের জন্য ঐতিহাসিক জয়। আবার দারুণ এক ক্যারিয়ার গড়া মেসির জন্য দারুণ প্রাপ্তি। এভাবেই প্রেরণা দিয়ে যেও (মেসি)।’
রোববার বাংলাদেশ সময় সকালে ফাইনাল শেষ হতেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। ব্রাজিলের এই মহাতারকাকে অবশ্য সান্ত্বনা দেন মেসিও। শচীনেরও এভাবে হারের অভিজ্ঞতা আছে। সেই কষ্টের কথা তিনি জানেন। আরেক টুইটে তিনি লিখলেন, ‘আমি ফাইনাল হারের কষ্ট বুঝি। কিন্তু এটি শুধুই পথের বাঁক, পথের শেষ নয়। নেইমার আর ব্রাজিল ঠিকই আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ঘুরে দাঁড়াবে ওরা!’
গত রোববার মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২৮ বছরের প্রতীক্ষা শেষে তাদের হাতে উঠেছে বৈশ্বিক কোন ট্রফি।
এটি/টিআইএস