লিওনেল মেসি আর নেইমার জুনিয়রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অজানা নয় সমর্থকদের। দীর্ঘদিন একই সঙ্গে ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলেছেন দুজন। তবে জাতীয় দলের প্রসঙ্গ আসলেই যতটা না বন্ধু, তার থেকে ঢের প্রতিপক্ষ হয়ে যান মেসি আর নেইমার। সদস্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। তবে মেসির আর্জেন্টিনার সঙ্গে পেরে ওঠেনি নেইমারের ব্রাজিল। বন্ধু মেসির বিজয় উল্লাস করার মঞ্চ বিষাদে ছেয়ে যায় নেইমারের জন্য।

তবে খেলা শেষে মেসিকে অভিনন্দন জানাতে ভুল করেননি নেইমার। অশ্রু মুছে এগিয়ে গেছেন বন্ধুর দিকে। বুকে বুক মিলিয়ে যেন বলেছেন, ‘তুমিই এর যোগ্য।’ পরে ড্রেসিংরুমেও মেসির সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছেন নেইমার। সে ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একদিন পর আজ (সোমবার) নেইমার জানালেন, সেদিন কী কথা হয়েছিল মেসির সঙ্গে। নেইমার বললেন, ‘ফাইনালে হেরে যাওয়ার পর আমি গিয়ে আমার দেখা সব সময়ের সেরা খেলোয়াড়কে আলিঙ্গন করি, মেসি আমার বন্ধু ও ভাই। আমার মন খারাপ ছিল এবং তাকে মজা করে বলি, তুমি আমাকে হারিয়ে দিলে!’

পরাজয় কখনোই ভালো স্মৃতি এনে দেয় না। নেইমার তো পরাজয়ের কষ্ট ভুলতে পারেন না সহজে। 

জানালেন, ‘মেসি অসাধারণ! ফুটবলের জন্য এবং বিশেষ করে আমার জন্য সে যা করেছে সেজন্য তার প্রতি আমার রয়েছে সর্বোচ্চ সম্মান। কিন্তু হেরে যাওয়ায় আমি হতাশ, পরাজয় আমাকে ব্যথিত করে এবং এই অনুভূতি সঙ্গে নিয়ে কিভাবে চলতে হয় সেটা আমি এখনও শিখতে পারিনি।’

টিআইএস/এটি