ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের ম্যাচ নিয়ে আসলে আগে থেকে তেমন কিছু বলা যায় না। অনেক কিছুই হতে পারে। এই ম্যাচ নিয়ে ভবিষ্যবাণী করা খুবই কঠিন। ব্রাজিল স্বাগতিক ও ফাইনালে উঠলেও ব্রাজিলের খেলার ধরনে আমি বিগত সময়ের মতোই বিরক্ত। আমাদের সময় বা আমরা যে ব্রাজিল বুঝি সেই ব্রাজিল এটা না। সেটা চ্যাম্পিয়ন হলেও আমি বলে যাব। 

ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দল লাতিনের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেও বিশ্ব ফুটবলের মানদণ্ডে কিছুটা পিছিয়ে পড়েছে। ২০০৬-১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে ইউরোপ থেকে। মাঝে তো কিছু অল ইউরোপ ফাইনাল ও অল ইউরোপ সেমিফাইনালও হয়েছে। ফলে লাতিন দলগুলোকে তাদের ফুটবল ব্যবস্থা ও কাঠামোতে পরিবর্তন আনতে হবে। 

এই দায়িত্বটা লাতিন আমেরিকার শীর্ষ দুই ফুটবল দেশ ব্রাজিল ও আর্জেন্টিনাকেই নিতে হবে। এই অঞ্চলে মেধাবী ফুটবলার জন্মে সবচেয়ে বেশি। ফুটবল এখানে জন্মগত প্রতিভা। ব্যবস্থাপনা, কাঠামো ও প্রশাসনে রদবদল ও পরিবর্তন আসলে লাতিন অঞ্চল আবার দাপট ফিরে পাবে।  

ফাইনাল প্রসঙ্গে আসছি আবার। এখানে যেকোনো ফলাফলই হতে পারে। দুই দলের খেলার ধরন ও কৌশল প্রায় একই। দুই দলই একজন করে বিশ্বমানের ফুটবলার রয়েছে। বিশ্ব মানের ফুটবলাররা গুরুত্বপূর্ণ ম্যাচে কী করেন সেটাই দেখার। আমি আগের ব্রাজিলকেই বেশি মিস করি। 

*বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্রাজিলিয়ান কোচ ও ব্রাজিলিয়ান লিগে খেলা সাবেক ফুটবলার।