দিলীপ কুমারের সঙ্গে বাংলাদেশের ফুটবলারদের কিছুক্ষণ
ভারতের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। অভিনয় জগতের হলেও অনেক ক্রীড়াবিদ তার একনিষ্ঠ ভক্ত। বাংলাদেশের ফুটবলাররাও ছিলেন এই অভিনেতার ভক্ত। ২০০০ সালে লন্ডন থেকে ফেরার পথে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দিলীপ কুমারের সাক্ষাৎ পেয়ে যান হিথ্রো বিমানবন্দরে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুনের চোখে সবার আগে পড়েন দিলীপ কুমার। তিনি কাছে গিয়ে নিজের পরিচয় দেন। হাসান আল মামুন সেই দিনের স্মৃতি স্মরণ করলেন এভাবে, ‘হিথ্রো বিমানবন্দরে আমরা বাংলাদেশের বিমানে উঠব আর উনি ভারতগামী বিমানে উঠবে। সবাই অপেক্ষায় আছি। হঠাৎ লাউঞ্জে দেখলাম দিলীপ কুমার। কাছে গিয়ে পরিচয় দেই, তিনি অসুস্থ ছিলেন তাই বেশি কথা বলেননি।’
দিলীপ কুমার সেই সময় লন্ডনে চিকিৎসা করাতে গিয়েছিলেন আর বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে লন্ডনেই প্রীতি ম্যাচ খেলতে। ভারতীয় অভিনেতার সঙ্গে নিজে ব্যক্তিগতভাবে ছবি তুলে এসে দলের কোচ হাসানুজ্জামান খান বাবলু ও অধিনায়ক আলফাজকে জানান মামুন।
বিজ্ঞাপন
পরবর্তীতে কিছুটা অসুস্থ শরীর নিয়েও বাংলাদেশ দলের সঙ্গে এসে ছবি তোলেন ও কিছুক্ষণ সময় কাটান দিলীপ কুমার। সেই দলের কোচ হাসানুজ্জামান খান বাবলু স্মৃতিচারণ করলেন এভাবে, ‘মামুন এসে যখন বলল দিলীপ কুমার এই লাউঞ্জেই রয়েছে। তখন সবারই ছবি তোলার আগ্রহ হল তার সঙ্গে। একবার অনুরোধ করার পরপরই সে আমাদের দলের সঙ্গে এসে ছবি তুলেছে।’
ভারতের এই কিংবদন্তী অভিনেতা সম্পর্কে বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘খুব অল্প সময়েই তাকে কাছ থেকে দেখেছি একবার। খুবই অমায়িক ও অসাধারণ মানুষ বলে মনে হয়েছে। তিনি যে ফুটবলপ্রেমী সেটি আমাদের বলেছিলেন।’
ভারতে অনেকবার ফুটবল খেলতে গিয়েছেন হাসান আল মামুন। ভারতের ঘরোয়া ফুটবলে দিলীপ কুমারের সমর্থন প্রসঙ্গে তার ধারণা, ‘ব্যক্তিগতভাবে দিলীপ কুমারকে নিয়ে আমার অনেক আগ্রহ। আমার সমসাময়িক অনেক ফুটবলার ও কোচকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছি। যেটা শুনেছি, ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ম্যাচ তিনি দেখতেন। মোহনবাগান সমর্থকই ছিলেন বলা যায়।’
ভারতের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন গত বুধবার। তার অভিনয় জাদু দেশের গণ্ডি পেরিয়ে ভিন দেশের ক্রীড়াবিদদেরও মোহিত করেছে। এখানেই দিলীপ কুমারের অমরত্ব।
এজেড/এমএইচ