অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই
সৌদি, কুয়েতের গ্রুপে বাংলাদেশ, ‘কঠিন’ বললেন জেমি
এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ৷ অনুর্ধ্ব ২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। আজ বাছাই পর্বের ড্র উজবেকিস্তানে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ড্রতে গ্রুপ ডি-তে পড়েছে। ডি গ্রুপের স্বাগতিক কুয়েত। স্বাগতিক কুয়েত ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উজবেকিস্তান। চূড়ান্ত পর্বের স্বাগতিক উজবেকিস্তান।
বিজ্ঞাপন
তারা গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানারআপের মধ্যে থাকলে সেটা হিসেবে আসবে না। ১১ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, এবং সেরা ৪ রানার্সআপ আসরের হোস্ট উজবেকিস্তানের সাথে যোগ দিবে মূল পর্বে। বাছাই পর্বের ম্যাচগুলো এ বছরের ২৩-৩১ অক্টোবরের মধ্যে হবে। ১ জানুয়ারি ১৯৯৯ এর পর জন্মগ্রহণ করা খেলোয়াড়রা শুধু এই বাছাইয়ে খেলতে পারবে।
জাতীয় দলের বৃটিশ কোচ জেমি ডে এই গ্রুপিং সম্পর্কে বলেন, ‘খুবই কঠিন গ্রুপ। তিনটি দলই শক্তিশালী। আমাদের জন্য মুল পর্ব খেলা খুবই কঠিন। প্রস্তুতি নিয়ে ভালো ও ইতিবাচক ফলাফলের চেষ্টা করব।’
এজেড/এনইউ