ফাইনালে গিয়ে মেসি বললেন, ‘যেকোনো সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত’
আগেও টানা তিন বার উঠেছেন ফাইনালে। কাজের কাজ অবশ্য কিছু হয়নি। শিরোপা জয়ের স্বাদ পাননি লিওনেল মেসি। রোমাঞ্চকর অধ্যায় পার করে জেতা হয়নি আর্জেন্টিনার। এবার আবারও ফাইনাল, প্রতিপক্ষ ব্রাজিল।
বুধবার সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। এই ম্যাচেও এক অ্যাসিস্টের সঙ্গে টাইব্রেকার শটে লক্ষ্যভেদ করেন মেসি। ম্যাচশেষে তিনি জানিয়েছেন, সবসময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত এবার।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এখন আমরা যেকোনো সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত, খুশি। ব্যক্তিগতভাবে আমার আরও একটি ফাইনাল খেলতেই হতো। আমি যেটা সবচেয়ে বেশি চাই, দেশের হয়ে একটা শিরোপা জিততে। কিন্তু আমি কাপ জিততে পারি বা না পারি। আমার মনে হয় পরিবারকে না দেখেও এই ৪৫ দিন সত্যিই উপভোগ করেছি।’
আর্জেন্টিনার ফুটবলারদের ত্যাগের কথা জানিয়ে মেসি বলেন, ‘এখানকার কিছু ছেলে বাবা। যারা তাদের সন্তানের জন্মদিনে উপস্থিত থাকতে পারেনি। যেটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সব ত্যাগ ও নিজেদেরকে উৎসর্গ করার পর আমরা এখন ফাইনালে।’
এমএইচ