গোল করতে যেমন অভ্যস্ত লিওনেল মেসি। তেমনি সতীর্থদের দিয়ে গোল করাতেও সিদ্ধহস্ত। এবারের কোপা আমেরিকায় দুটিই সমান তালে করে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। দারুণ সব অ্যাসিস্টে নজর কাড়ছেন সবার। 

এবার এই গোল করানোর ক্ষেত্রে মেসি গড়েছেন অনন্য এক কীর্তি। কোপা আমেরিকায় এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করানো ফুটবলার এখন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি টুর্নামেন্টে ইতিহাসের সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট করিয়েছেন তিনি।

যা শতবর্ষী এই টুর্নামেন্টটির সর্বোচ্চ। এর আগে ৪টি অ্যাসিস্টই ছিল কোপার রেকর্ড। বুধবার কলম্বিয়ার বিপক্ষে সেমিতে মাঠে নামার আগে মেসির অ্যাসিস্ট সংখ্যা ছিল চারটি। সেমিফাইনালে সংখ্যাটা পাঁচ করেন তিনি। 

ম্যাচের সাত মিনিটের মাথায়ই চলে আসে প্রথম গোল। বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড।

এমএইচ