মেসিদের সেমিতে দুটো বিষয়ে গুরুত্ব ক্রুসিয়ানির
পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল। মেসির আর্জেন্টিনা পারবে তো কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল খেলতে? সারা বিশ্ব জুড়েই এখন এ নিয়ে আলোচনা। বাংলাদেশ ফুটবল দলের সাবেক আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানিও নিজ দেশকে ফাইনালে দেখার ব্যাপারে আশাবাদী, ‘দলীয় শক্তি ও সামগ্রিক বিশ্লেষণে আর্জেন্টিনা এগিয়ে। সেমিফাইনালের মতো ম্যাচে যে কোনো কিছু হতে পারে। ম্যাচের কৌশলের ওপর নির্ভর করছে অনেক কিছু।’
ফাইনাল খেলার জন্য ক্রুসিয়ানি দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, ‘কলম্বিয়াকে খাটো করে দেখার কিছু নেই। কলম্বিয়াকে রুখতে হলে সঠিক একাদশ গড়তে হবে। খেলোয়াড় বদলির বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। এর ওপর ম্যাচের অনেক কিছু নির্ভর করে।’
বিজ্ঞাপন
টুর্নামেন্টের শুরুর দিকে ক্রুসিয়ানি কোচ ও ফেডারেশনের সমালোচনা করেছিলেন। এখন ফাইনালের আগে সেভাবে সমালোচনা করলেন না, ‘মেসি দুর্দান্ত খেলছে। মেসির মতো বিশ্বমানের ফুটবলার যখন সেরা ফর্মে থাকবে তখন ম্যাচ জেতাতে সেই যথেষ্ট। তখন কোচদের কিছু করার থাকে না।’
মেসি কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কোপায় ভালো ফর্মে রয়েছে। ক্রুসিয়ানির দৃষ্টিতে মেসি তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন অনেক আগেই, ‘মেসির সবচেয়ে সেরা সময় ছিল ২০১১-১২ সালের দিকে। আমার কাছে ওটা তার স্বর্ণসময় ছিল।’
এজেড/এটি