কোপা আমেরিকায় আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। যার মূলে রয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও ৩ গোলের বড় জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। 

এদিনও দুই অ্যাসিস্টের সঙ্গে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন মেসি। এই গোলের পর মেসি কি না খেলেন ‘গুঁতো’। যদিও সেটা অনিচ্ছাকৃত, ভালোবাসার। লাইনের শেষ শব্দটি লিখেছে খোদ কোপা আমেরিকার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট।

মেসির ওই আঘাত পাওয়ার ভিডিওটি পোস্ট করে তারা লিখেছে ‘ভালবাসা যা আঘাত দেয়। দশ নম্বর আর্জেন্টাইনের ক্ষেত্রে পরেরবার থেকে আরও সতর্ক থেকো।’

ঘটনাটি হচ্ছে, কোয়ার্টারে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর আনন্দের বহিঃপ্রকাশ করতে গিয়েই বাধে সমস্যা। ইকুয়েডরের বিরুদ্ধে মেসির পারফরম্যান্সে আপ্লুত আর্জেন্টিনা দলের সাপোর্ট স্টাফ মারিও ডি স্টেফানো লিওকে জড়িয়ে ধরতে গিয়েই সজোরে তার চোখের ঠিক ওপরে গুঁতো মারেন। সঙ্গে সঙ্গেই ব্যাথা জায়গায় হাত বোলাতে দেখা যায় মেসিকে। যদিও নিজের ভুলে সঙ্গে সঙ্গেই শুধরে নিতে উদ্যোগী হন স্টেফানো।

বুধবার সকাল ৭টায় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। তার আগে দারুণ জয়ে বেশ চনমনে দলটির ফুটবলাররা। মেসির নেতৃত্ব শিরোপা চোখ আলবিসেলেস্তেদের।

এমএইচ/এটি