বাফুফের হেড অব মিডিয়া অমিতের জন্য এক মিনিট নিরবতা পালন।

আগের দিন বৃষ্টি ও কাদা মাঠে খেলেছিল রহমতগঞ্জ ও উত্তর বারিধারা। আজও (বুধবার) মুষলধারে বৃষ্টি ছিল। এই বৃষ্টির মধ্যে প্রথম ম্যাচ খেলেছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। মাঠ কাদাযুক্ত ছিল। দ্বিতীয় ম্যাচে যখন ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশ এফসি খেলে তখন একেবারেই খেলার উপযোগী ছিল না।

প্রিমিয়ার লিগে পুলিশকে রুখে দিয়ে নিষ্ফলা ড্র করেছে ব্রাদার্স। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচের শুরুতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রয়াত হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিতের জন্য এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ফুটবলার ও রেফারিরা। ম্যাচে উত্তেজনাও কম ছিল না।

হাতাহাতি ছিল দুই দলের মধ্যে। বজ্রপাতের কারণে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের সময় বন্ধ হয় খেলা। পরে খেলা শুরু হলেও গোলের দেখা পায়নি কেউই। এই ড্রয়ে ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে পুলিশ। অন্যদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থেকে অবনমনের শঙ্কায় ধুকছে গোপীবাগের দলটি।

এজেড/এমএইচ