দুপুরের পর থেকেই থেমে থেমে বৃষ্টি। বিকেল থেকে মুষলধারে। বৃষ্টির মধ্যেই শুরু হয়েছিল উত্তর বারিধারা ও রহমতগঞ্জের মধ্যকার প্রিমিয়ার ফুটবল ম্যাচ। বৃষ্টিতে বল ঠিক মতো পাস করতে পারছিলেন না ফুটবলাররা। এর মধ্যেই মিনিট বিশেক খেলা চলেছে। ২১ মিনিট পর রেফারি সায়মন সনি খেলা আপাতত স্থগিত করেন। 

খেলা দশ মিনিট পর্যন্ত স্থগিত রয়েছে। বৃষ্টি কমলে ও মাঠে পানি কমলে আবার শুরু হবে ম্যাচটি। ২১ মিনিট পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা খুবই কঠিন। ড্রেনেজ সিস্টেম উন্নত না হওয়ায় মাঠের মধ্যেই পানি জমে থাকে। বৃষ্টির মধ্যে অনেক সময় কাঁদা মাঠেই বাফুফে বাধ্য হয়ে একই দিন দু’টো ম্যাচ চালায়। আগামীকালই দু’টো ম্যাচ রয়েছে। 

এজেড/এটি