বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন নিজ দেশের আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ। ক্রোয়েশিয়ার সঙ্গে অতিরিক্ত সময়ে ৫-৩ গোলে জিতে কোয়ার্টারে উঠেছে স্পেন। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ ছিল। 

নিজ দেশের ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে অস্কার বলেন, ‘আমরা আক্রমণাত্নক ফুটবল খেলেছি। এজন্য গোলও হজম হয়েছে। সব মিলিয়ে দিন শেষে আক্রমণাত্মক ফুটবলেরই জয় হয়েছে।’ 

৩-১ গোলে এগিয়ে থেকেও ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত ৩-৩ সমতা আনতে সক্ষম হয়। গোল করলেও নিজেদের দুর্বলতার বিষয়টি স্বীকার করেছেন অস্কার, ‘আমরা অনেক গোল করছি। ইউরোতে ধারাবাহিক গোলের রেকর্ডও হয়েছে। কিন্তু গোল হজমও করছি এটা ভাবনার বিষয়।’

গোল হজম করলেও তেমন সমস্যা দেখছেন না অস্কার, ‘আক্রমণাত্মক ফুটবলের মজাই এটা। আমরাই সব সময় আক্রমণ ও বল পজেশনে ছিলাম। ক্রোয়েশিয়া ম্যাচে সমতা আনলেও আমাদের পরাজয়ের মতো শঙ্কা ৯০ মিনিটের মধ্যে তৈরি হয়নি।’ শেষ ১০ মিনিট ক্রোয়েশিয়ার দুই গোল সম্পর্কে বলেন, ‘তারা দু'জন খেলোয়াড় নামানোয়। এতে গতি বাড়ে এবং সফল হয়।’ 

দলের পারফরমারদের সম্পর্কে বলেন, ‘অতিরিক্ত সময়ে মোরাতার গোলটি টার্নিং পয়েন্ট।’ কোয়ার্টারে উঠায় পুনরায় শিরোপা স্বপ্ন দেখছেন এই স্প্যানিশ কোচ, ‘শিরোপা মঞ্চ থেকে ২ ম্যাচ দুরে। ফলে শিরোপা আশা করা যায়।’

এজেড/এটি