জামাল ভুঁইয়া/ছবি: সংগৃহীত

আধ মৌসুমের জন্য কলকাতা মোহামেডানের হয়ে খেলতে গেছেন জামাল ভুঁইয়া। এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার দল সাইফ স্পোর্টিং নিশ্চিত করেছে প্রথম ফেডারেশন কাপ ফাইনাল। দল বদলালেও শুভকামনাটা কি বদলায়? বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া শিরোপাটা তাই দেখতে চাইলেন তার দল সাইফের হাতেই।

গত শুক্রবার কলকাতা মোহামেডানের হয়ে প্রথম সংবাদ সম্মেলনেই হাজির হয়েছিলেন তিনি। ভার্চুয়াল সেই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাইফ স্পোর্টিংয়ের জন্যে আমার শুভকামনা রইলো। আমার আশা, ভালো খেলেই চ্যাম্পিয়ন হবে তারা।’ 

আজ দুপুরে সুদেবা মুনলাইটের বিপক্ষে ম্যাচ দিয়ে আইলিগ অভিষেক হতে যাচ্ছে জামালের। তার আগে তিনি বললেন, ‘হিরো আই লিগ খেলার জন্য মুখিয়ে আছি আমি। মোহামেডানে খেলাটা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। বিশেষ কিছুও বটে। ফলাফল সবাই চায়, আমিও ব্যক্তিক্রম নই। জেতার চ্যালেঞ্জ নিয়েই এসেছি এখানে। আশা করি, ভালো কিছুই হবে। সমর্থকরা একটি ক্ষুধার্ত দল দেখতে পাবে মাঠে, যাদের একমাত্র লক্ষ্য থাকবে জয়। দলও সমর্থকদের কিছু দিতে চাইবে মাঠে।’

বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হিসেবে গিয়েছেন ভারতীয় আইলিগে। একে মোটেও চাপ হিসেবে নিচ্ছেন না জামাল, ‘পৃথিবীর যে প্রান্তেই ফুটবল খেলতে নামবেন, চাপ থাকবেই আপনার। এটা আপনাকে সামলাতেই হবে। আমি যা নিয়ে এখানে এসেছি, সেটা অবশ্যই একটা চাপ। কিন্তু আমি সেটা অনুভব করছি না। নিজের খেলায় মনোযোগ দিতে চাই আমি।’

বাংলাদেশ ফুটবলে অনেক বড় ম্যাচ খেলেছেন জামাল। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শুরু করে এশিয়ান গেমস ফুটবল, ঘরোয়া ফুটবলের বড় বড় সব ম্যাচ খেলেছেন তিনি। সে অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চাইলেন আইলিগেও। বললেন, ‘আমি বড় বড় অনেক ম্যাচ খেলেছি। তার অভিজ্ঞতা এখানেও কাজে লাগাতে চাইবো অবশ্যই। দলের তরুণদের সঙ্গে বিষয়টা ভাগাভাগি করে নিতে চাই। আমি ছাড়াও দলে অনেক বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় আছেন। সবকিছুর মিশেলে ভালো কিছুই হবে আশা করি।’

জামালের অভিজ্ঞতার ঝুলিটা এখানেই শেষ নয়। খেলোয়াড়ী জীবনের শুরুটা যে হয়েছিলো ইউরোপে! এটা বাড়তি কিছু সুবিধা দিতে পারে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের। তিনি বলেন, ‘এশিয়া ও ইউরোপের খেলার ধরণ সম্পূর্ণ আলাদা। আবহাওয়া হোক কিংবা পরিবেশ, সব দিক থেকেই দুই মহাদেশের ফুটবল আলাদা। তবে আমি অনেকদিন ধরেই এশিয়াতে আছি, এখানে কীভাবে খেলতে হয় তা রপ্ত করেছি। তবে ইউরোপের অভিজ্ঞতাও আমার অনেক কাজে লাগবে বলে মনে হয়।’

আজ মঙ্গলবার দুপুর দুইটায় সুদেবা মুনলাইটের মুখোমুখি হবে তার দল কলকাতা মোহামেডান।

এনইউ