স্পেনের হয়ে সময়টা ভালো যাচ্ছে না আলভারো মোরাতোর। একের পর এক গোল মিস করছেন, হাতছাড়া করছেন সহজ সুযোগ। তাতে মোরাতাকে সহ্য করতে হচ্ছে নানা সমালোচনা। তবে ব্যক্তিগত আক্রমণ নিয়ে খুব একটা সমস্যা না থাকলেও পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নানা বিষয়ে রীতিমতো ক্ষুব্ধ তিনি। 

চলতি ইউরোর আগে পর্তুগালের বিপক্ষে ম্যাচ থেকেই আলোচনায় মোরাতা। ওই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ মিস করে গ্যালারি থেকে দুয়ো শুনেন তিনি। পরে ইউরোতে সুইডেন ও পোল্যান্ড ম্যাচেও ব্যর্থ হন। সর্বশেষ স্লোভাকিয়ার বিপক্ষে দলের ৫-০ গোলের জয়ের দিন গোল করতে পারেননি পেনাল্টি থেকেও। 

এতে স্বভাবতই সমালোচনার মুখে পড়েছেন জুভেন্তাস তারকা। তবে এতে খুব বেশি সমস্যা নেই এই স্ট্রাইকারের। কিন্তু আক্রমণটা যখন পরিবার পর্যন্ত চলে আসে, তখনই সমস্যা তার। বললেন অতিক্রম করে যায় সীমা। 

মোরাতা বলেন, ‘সবাই নিজেদেরকে আমার জায়গা বসিয়ে চিন্তা করুক, এটাই আমার চাওয়া। চিন্তা করুক, পরিবারের ওপর হুমকি এলে তখন কেমন লাগে। অনেকে বলছে, আমি চাই তোমার বাচ্চা মারা যাক। রুমের বাইরে ফোন রেখে আসতে হয়েছিল আমার।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান পেছনে মোরাতা লেখা জার্সি পরে স্টেডিয়ামে আসে এবং অনেকে তাদের লক্ষ্য করে চিৎকার করে। এটা খুব কঠিন ব্যাপার। আমি বুঝতে পারছি, সুযোগগুলো হাতছাড়া করায় মানুষ আমাকে দুয়ো দিচ্ছে কিন্তু সবকিছুর একটা সীমা আছে।’

এমএইচ