আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস ছুঁলেন মেসি
ইতিহাসটা ছুঁয়েই ফেললেন লিওনেল মেসি। আকাশি-সাদা জার্সি গায়ে শত অভিমান, দুঃখ আর হতাশা সঙ্গী হলেও রেকর্ডটা গড়েছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ডটা এতদিন ছিলেন হাভিয়ের মাশ্চেরানোর, এবার তাকে ছুঁয়েছেন মেসি। সুযোগ আছে ছাড়িয়ে যাওয়ারও।
কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে সাবেক সতীর্থ মাশ্চেরানোকে ছাড়িয়ে আলবিসেলেস্তেদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে মাশ্চেরানোর ম্যাচের সংখ্যা ১৪৭টি, প্যারাগুয়ের বিপক্ষে মেসিও জাতীয় দলের হয়ে খেলবেন নিজের ১৪৭তম ম্যাচ।
বিজ্ঞাপন
২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলেন মাশ্চেরানো। এরপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন তিনি। তার আগে জানেত্তির ১৪২ ম্যাচ টপকে আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড গড়েন মাশ্চেরানো। ২০০৪ সালের দেশটির হয়ে অভিষেক ম্যাচ খেলেছিলেন তিনি। তার ১৪ বছরের ক্যারিয়ার থামে ২০১৮ সালে।
মাশ্চেরানোর ১ বছর পর অর্থাৎ ২০০৫ সালের ১৭ আগস্টে বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। দেশের হয়ে ৪টি বিশ্বকাপ এবং ৬টি কোপা আমেরিকা মেসিকে খালি হাতে ফিরিয়েছে। ২০১৪ বিশ্বকাপে হার। ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকায় পরপর দু’বার ফাইনালে হেরেছেন ক্ষুদে জাদুকর।
এমএইচ/আরএইচ/এনইউ