গুঞ্জনটা সত্যি হলো না। লিওনেল মেসিকে রেখেই প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচের একাদশে থাকা ছয় ফুটবলারকে রাখা হয়নি এই ম্যাচের একাদশে।

এর আগে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস, মুন্দো আলবিসেলেস্তেসহ বিভিন্ন জায়গায় খবর হয়েছিল, প্যারাগুয়ে ম্যাচে মেসিকে বিশ্রাম দিতে পারেন কোচ। কোয়ার্টার ফাইনালের ঠিক আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে বিশ্রাম দিলে ছন্দ নষ্ট হতে পারে। এমন ভাবনা থেকেই মেসিকে বিশ্রাম দেওয়ার কথা শোনা যায়।

তবে শেষ পর্যন্ত বার্সেলোনার এই তারকা ফুটবলারকে নিয়েই একাদশ সাজিয়েছেন স্ক্যালোনি। আক্রমণভাগে তার সঙ্গী হিসেবে দলে নিয়েছেন বন্ধু সার্জিও আগুয়েরোকেও। কোপায় প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন পাপু গোমেজ, আছেন ডি মারিয়াও।

মিডফিল্ডার হিসেবে আগের ম্যাচের গুইদো রদ্রিগেজের সঙ্গে একাদশে ফিরেছেন লেয়ান্দ্রো পারাদেস। ডিফেন্সে নেই ওটামেন্ডি, তার জায়গায় খেলবেন জার্মান পেজ্জেলা আর আগের ম্যাচের মার্কোস আকুনার জায়গায় দলে এসেছেন নিকোলাস তাগলিয়াফিকো।

আর্জেন্টিনার একাদশ

মার্টিনিজ; মোলিনা, রোমেরো, পেজ্জেলা, তাগলিয়াফিকো; পারেদেস, গুইদো রদ্রেগিজ, পাপু গেমেজ; মেসি, ডি মারিয়া; আগুয়েরো

এমএইচ/আরএইচ