মাঠ ও বাইরে মেসির নেতৃত্বে মুগ্ধ আর্জেন্টিনা কোচ
স্বভাবে চুপচাপ, অর্ন্তমুখী বলে লিওনেল মেসি সম্পর্কে ধারণা সবার। তবে আর্জেন্টিনা ফুটবল দলের সবচেয়ে বড় তারকা তিনি। দলের নেতৃত্বের আর্মব্যান্ডও তার হাতে। মাঠ ও মাঠের বাইরে মেসির নেতৃত্বে মুগ্ধ আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি।
সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে ম্যাচে দেখা গেছে মেসির দলের প্রতি নিবেদনের আরেকটি নজির। মাটিতে শুয়ে ব্যথায় কাতরালেও মাঠ ছেড়ে যেতে রাজি হননি তিনি। উল্টো ডাক্তার এগিয়ে এসে বাইরে নিতে চাইলে রেগে গেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন কোচ স্ক্যালোনি, ‘আমার মনে হয় মাঠে মেসির নেতৃত্ব সবসময় একই রকম। বাইরে সে দারুণ একজন ছেলে, যে পুরো দলকে সবসময় নেতৃত্ব দেয়। সে এটাতে বদলায়নি। মাঠে তার নেতৃত্বে সবকিছু তৈরি হয়।’
এবারের কোপা আমেরিকায় দুই ম্যাচে এক জয় ও এক ড্র করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের একাদশে তিন পরিবর্তন নিয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। শোনা যাচ্ছে, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও বেশ কয়েকটি পরিবর্তন আনবেন স্ক্যালোনি।
এ নিয়ে তিনি বলেন, ‘সবাই ভালো করে জানে, যে ফুটবলাররা এসেছে তারা সবাই এই টুর্নামেন্ট খেলার যোগ্য। আমাদের শুধু তাদের পরিচর্যা করতে হবে। অন্যদিকে এমন কিছু খেলোয়াড় আছে যারা কঠিন কিছুতে ভেঙে পড়ে। তাদের দলের ভালোর জন্যই নেওয়া হয়েছে, তাই আমরা তাদের খেলাচ্ছি।’
এমএইচ