কোপা আমেরিকা
চোখ রাখতে পারেন এই পাঁচ তরুণের দিকে
১৪ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। নানা জটিলতার পর অবশেষে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। কোপা আমেরিকা মানেই তারকাদের মিলনমেলা। তবে অভিজ্ঞদের পাশাপাশি এই তরুণদরেও নজরে রাখতে পারেন আপনার-
ক্রিশ্চিয়ান রোমেরো (বয়স ২৩, সেন্টার ব্যাক, আর্জেন্টিনা)
বিজ্ঞাপন
ক্লাব ফুটবলে আটালান্টার হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। হয়েছেন সিরি আর সেরা ডিফেন্ডারও। এরপর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে অভিষেকও হয়ে গেছে তার। কলম্বিয়ার বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেই হেড থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে।
রোমেরোর মূল কাজটা অবশ্য গোল করা নয়, গোল ঠেকানো। অফ দ্য বলে দ্রুত নিজের অবস্থান জানানোর সঙ্গে বল পায়েও বেশ বলিষ্ঠ ও সাবলীল এই ডিফেন্ডার। এবারের কোপা আমেরিকায় সবার নজরে থাকবেন তিনি।
জুলিও ইনকিসো (বয়স ১৭, ফরোয়ার্ড, প্যারাগুয়ে)
প্যারাগুয়ের জন্য দারুণ সম্ভাবনময়ী এই ফুটবলারকে নিয়ে কথা হচ্ছে অনূর্ধ্ব-১৫ দল থেকেই। তার গতি ও আক্রমণাত্মক মনোভাবের কারণে দারুণ কার্যকর হয়ে উঠতে পারেন জুলিও। যদিও নিজের পজিশনটা এখনো খুঁজে ফিরছেন তিনি। এবারের কোপায় মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম। তবে সাবসিটিউট ফুটবলার হিসেবে প্যারাগুয়ে কোচের তুরুপের তাস হতে পারেন জুলিও। ডান পায়ে দারুণ সব শট নেওয়ার জন্য খ্যাতি আছে তার।
ক্রিশ্চিয়ান কেসেরেস জুনিয়র (বয়স ২১, সেন্ট্রাল মিডফিল্ডার, ভেনুজুয়েলা)
বাবা ক্রিশ্চিয়ানো ছিলেন ফুটবলার। তার পথ ধরেই ভেনুজুয়েলা জাতীয় দলে ক্রিশ্চিয়ান কেসেরেস জুনিয়র। ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করা এই মিডফিল্ডার নিজের ফর্ম নিয়ে আসতে চাইবেন জাতীয় দলেও। অফ দ্য বল মুভমেন্টের সঙ্গে মাঠে অনেকটা জায়গা দখল করে থাকার দারুণ স্কিল আছে তার। আছে বক্সের বাইরে থেকে গোল করার ক্ষমতাও।
কালোর্স কুয়েস্টা (বয়স ২২, সেন্টার ব্যাক, কলম্বিয়া)
মূল একাদশে সুযোগ পাওয়াটা বেশ কঠিন কালোর্সের জন্য। ইয়েরি মিনা ও ডেভিনসন সানজেচেরই কলম্বিয়ার দুই সেন্টার ব্যাক হওয়ার কথা। তবে সুযোগ পেলে যে বেশ ভালো করবেন কালোর্সও সেটা বলেই দেওয়া যায়। বেলজিয়ান লিগে দারুণ দুই মৌসুম কাটিয়েছেন। উন্নতি করেছেন পজিশিনিং নিয়েও। ওয়ান অন ওয়ান সিচুয়েশনে নিজেকে কার্যকর হিসেবে প্রমাণ করেছেন।
এমারসন (বয়স ২২, রাইট ব্যাক, ব্রাজিল)
অ্যাটলেটিকো মিনেইরো থেকে তাকে যৌথভাবে কিনে নেয় রিয়াল বেটিস ও বার্সেলোনা। এতদিনে লোনে বেটিসে খেললেও এবার তাকে নিজেদের স্কোয়াডে রাখবে বার্সেলোনা। প্রকৃতিগতভাবেই ফিট ও অ্যাথলেটিক ডিফেন্ডারদের একজন এমারসন। বল বাতাসে থাকলে দারুণ কার্যকর তিনি।
এমএইচ