খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল চেলসি। ছাটাই করা হয়েছিল কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। কাড়ি কাড়ি টাকা ছড়িয়েও মিলছিল না সাফল্য। সেখান থেকে উঠিয়ে দলকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ। প্রিমিয়ার লিগেও চেলসিকে নিয়েছেন ভালো অবস্থানে। থমাস টুখেলের চুক্তি বাড়াটা তাই ছিল সময়ের ব্যাপার মাত্র। 

হলো সেটাই। চেলসির সঙ্গে জার্মান এই কোচের চুক্তির মেয়াদ বেড়েছে ২০২৪ সাল পর্যন্ত। গত সপ্তাহে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে চেলসি। 

চলতি বছরের শুরুতে চেলসির কোচের দায়িত্ব নেন টুখেল। মাত্র ১৮ মাসের চুক্তিতে লন্ডনের ক্লাবটিতে যোগ দেন তিনি। দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর পাশাপাশি প্রিমিয়ার লিগেও রেখেছেন সেরা চারে। চেলসির সঙ্গে থাকতে পেরে নিজের আনন্দের কথা জানিয়েছেন টুখেল। 

তিনি বলেন, ‘আমি চুক্তি বাড়ানোর জন্য এর চেয়ে ভালো উপলক্ষ কল্পনাও করতে পারি না। আমি কৃতজ্ঞ ও অনেক আনন্দিত চেলসি পরিবারের সঙ্গে থাকতে পারব বলে। আরও অনেক কিছু পাওয়ার বাকি। আমরা আরও বড় স্বপ্ন নিয়ে পরের ধাপে যেতে চাই।’ 

এমএইচ